ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২০, ২০১৭, ০৬:০৮ পিএম আপডেট: মার্চ ২০, ২০১৭, ১২:০৯ পিএম
লালমনিরহাটে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার সদর উপজেলার মোঘলহাট সীমান্তের ৯২৭/৬-এস নম্বর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে বিজিবি’র পক্ষে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি’র লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ।  বিএসএফের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১২৪ ব্যাটালিয়ন বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক কমল ভাগাত।

বৈঠক শেষে বিজিবি’র লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সাংবাদিকদের জানান, মোগলহাট এলাকায় ধরলা নদীর বাংলাদেশ পাশে চলমান নদীর তীর সংরক্ষণের কাজ সীমান্তের ১৫০ গজের মধ্যে হওয়ায় বিএসএফ বাধা দেয়ায় কাজটি সাময়িক বন্ধ রয়েছে।

এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের আহ্বান করা হয়।  এরই প্রেক্ষিতে  ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।  এতে বিএসএফ প্রতিনিধি জানায় যে, বিষয়টি তারা তাদের ঊর্ধ্বতন দপ্তরকে জানাবেন এবং যথা শিগগিরেই উক্ত কাজ শেষ করার ব্যাপারে আশ্বাস দেন। 

এছাড়াও উক্ত পতাকা বৈঠকে সীমান্তে উভয় দেশের নাগরিকের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, নারী ও শিশু পাচার, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত পিলার মেরামতের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উভয় কমান্ডার একমত পোষণ করেন। 

গোনিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা