ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সনেট প্রবক্তা মহাকবি জন্মবার্ষিকী ঘিরে ৭দিনব্যাপী মেলা


গো নিউজ২৪ | তবিবর রহমান, যশোর প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ১১:১২ এএম
সনেট প্রবক্তা মহাকবি জন্মবার্ষিকী ঘিরে ৭দিনব্যাপী মেলা

‘দাঁড়াও, পথিক-বর, জন্ম যদি তব বঙ্গে! তিষ্ঠক্ষণকাল এ সমাধিস্থলে’ অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪ তম জন্মবার্ষিকী ২৫ জানুয়ারি।

কবির এ জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবারের মতো আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপি মধুমেলা। কেশবপুরের কপোতাক্ষ নদের তীরে কবির জন্মধন্য সাগরদাঁড়ির আম্রকাননে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মধু জন্মবার্ষিকী ও সপ্তাহব্যাপি মধুমেলার উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক প্রমুখ।

মধুমেলা উদ্বোধনী দিনে ও শেষ দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।
মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, মহাকবির জন্মদিন ২৫ জানুয়ারি হলেও ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষার কারণে ২০ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে অনুষ্ঠানমালায় আগত অতিথিদের বরণ করে নিতে সাগরদাঁড়িবাসী প্রস্তুত। এবারের মধুমেলা উপলক্ষে কপোতাক্ষের দু’পাড়ের যশোর ও সাতক্ষীরাবাসীর ভেতর ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মেলা উপলক্ষে এবারও মেয়ে জামাইসহ আত্মীয় স্বজন আপ্যায়নে গ্রামের গৃহবধূরা আগে ভাবেই শীতের পিঠা তৈরির জন্য চালের গুড়া তৈরিতে ব্যস্ত রয়েছেন। মেলায় সার্কস, কুটির শিল্পসহ গ্রামীণ পসরার বৈচিত্র্যময় সমাহার থাকছে। মেলার মাঠে কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের  প্রদর্শনের আয়োজন রয়েছে।

আয়োজকরা জানান, মেলায় আইন শৃংখলা রক্ষায় সাগরদাঁড়িতে অস্থায়ী একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিদিনই মেলা প্রাঙ্গনে আলোচনার পাশাপাশি আবৃত্তি, মধুগীতিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

গোনিউজ২৪/কেআর

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস