ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুরবান


গো নিউজ২৪ প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৬, ১২:৩৯ পিএম
কুরবান

 

কুরবান

 

পিতা ডাকিয়া কহিলেন পুত্রকে হে আমার প্রিয় সন্তান

স্বপ্নে আদিষ্ট হইয়াছি করিতে প্রিয় জিনিস কুরবান

একশত বছর কাঁদিয়া তোমাকে পাহিয়াছি পুত্রধন

তুমি বিনা প্রিয় এ জগতে আর আছে কোন রতন?

 

ধীরস্থির পুত্র পিতাকে কহিল শুনিয়া তাঁর স্বপ্নাদেশ

অতিসত্বর পালন করেন আপনি স্বীয় প্রভুর আদেশ

প্রস্তুত আমি আমাকে পাহিবেন ধৈর্য্যশীলদের মাঝে

সংকল্পচিত্তে আপনি মনোনিবেশ করেন আপনার কাজে।

 

সৃষ্টিকর্তার আদেশ পালনে তাঁরা দৃঢ় প্রতিজ্ঞ অন্তরে

স্বীয় পুত্রকে কুরবান করিতে চলিল মিনার প্রান্তরে

সেথায় পৌছে পুত্র কহিল আঁখি বেঁধে নিন হে পিতা

পুত্রের মায়াবী মুখ যেন আপন কাজে না হয় বাধা।

 

অতপর স্বীয় হস্তে পিতা ছুরি চালাইলেন পুত্রের গলাতে

রক্তের স্রোতে ভাসিল প্রস্তর অশ্রু ঝরিল আপন গালেতে

চোখের বাধন খুলিয়া পিতা দেখিলেন অবাক হইয়া

একি! কুরবান হয়েছে দুম্বা আর ছেলে আছে দাড়াইয়া।

 

হায়! নিজেকে ব্যর্থ ভাবিলেন পিতা মনে নিয়ে ভয়ডর

জানাইলেন প্রভু সন্তান নয় আমি চাহিয়াছি তোমার অন্তর

পিতা-পুত্রের এই দৃঢ়সংকল্পতা করিল প্রভুকে ধন্য

ওয়াজিব করিয়া দিলেন কুরবান সকল মুমিনের জন্য।

 

---------------বোরহান উদ্দীন--------------

 

গো-নিউজ২৪

 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস