ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০ চার ও ৭ ছক্কায় ১৬১ রানের টর্নেডো ইনিংস!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০২:০১ পিএম আপডেট: আগস্ট ১৮, ২০১৭, ০৯:১১ এএম
২০ চার ও ৭ ছক্কায় ১৬১ রানের টর্নেডো ইনিংস!

ক্রিকেটে যে অবাস্তব বলে কিছু নেই সেটি আরেকবার প্রমাণ করলেন ইংলিশ ব্যাটসম্যান অ্যাডাম লিথ। বৃহস্পতবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ৭৩ বলে ১৬১ রানের টর্নেডো ইনিংস খেললেন এই ইংলিশ ব্যাটসম্যান।  ইংলিশ ক্রিকেটারদের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন তিনি। 

২০ চার ও ৭ ছক্কায় ১৬১ রান করেন মারকুটে এ ব্যাটসম্যান। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন লিথ। ২৮ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া লিথ তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে পৌঁছান ৫০ বলে। পরের ২৩ বলে ৬১ রান তুলেন ইংল্যান্ডের হয়ে সাত টেস্ট খেলা লিথ। রেকর্ড গড়তে ভাগ্যের সহায়তাও পেয়েছেন লিথ। ১০৬ রানে তার সহজ ক্যাচ ছাড়েন বেন ডাকেট। 

ইংল্যান্ডে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও। এর আগে ওয়ারউইকশায়ারের হয়ে ব্রেন্ডন ম্যাককালাম করেছিলেন ১৫৮ রান। লিথ  টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস উপহার দিয়েছেন। আইপিএলে ক্রিস গেইল ৬৬ বলে ১৭৫ রান করেন ২০১৩ সালে। জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টিতে হ্যামিলটন মাসাকাদজা ৭১ বলে করেছিলেন ১৬২ রান।

লিথের টর্নেডো ইনিংসে ভর করে ইয়র্কশায়ার ৪ উইকেটে ২৬০ রান করে, যা টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। জবাবে নর্দাম্পনশায়ারের ইনিংস থেমে যায় ১৩৬ রানে।

গো নিউজ২৪/এএইচ
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ