ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৯:৩০ এএম
হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতার সম্ভাব্য একাদশ

আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল কেকেআর। ৯ ম্যাচের ৭টিতে জিতে প্লে-অফের জন্য কোয়ালিফাই করা কার্যত নিশ্চিত।

ম্যাচের সেরা আকর্ষণ হতে যাচ্ছে কেকেআর ব্যাটসম্যানদের সঙ্গে সানরাইজার্স বোলারদের লড়াই। সানরাইজার্সের বোলিং বরাবরই আইপিএলের অন্যতম সেরা। ভুবনেশ্বর কুমার এবং আশিস নেহরা টি-টোয়েন্টিতে সফল।

অন্য দিকে, গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা দুরন্ত ফর্মে রয়েছেন। চলতি আইপিএলে মিডল অর্ডার ব্যাটিংয়ে সেরা উথাপ্পা। ওপেনিং থেকে তাঁকে নেমে যেতে হলেও তিন নম্বরেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। এখনও পর্যন্ত ২২৫ রান তিনি করেছেন। স্ট্রাইক রেট ১৮১। নাইটদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ তথ্য, সানরাইজার্সের সেরা বোলার ভুবনেশ্বরের কোনও সাফল্য নেই গম্ভীর ও উথাপ্পার বিরুদ্ধে।

আইপিএলে সবচেয়ে বেশি (৩) বার ওয়ার্নারকে আউট করেছেন উমেশ। যদিও আগের ম্যাচেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন সানরাইজার্সের দুই ওপেনার ওয়ার্নার এবং শিখর ধবন। ম্যাচ জিতে ধবন বলেও দিয়েছেন, এ ভাবেই আগ্রাসী শুরু করতে চাইছেন তাঁরা। পাওয়ার প্লে-তে শুরুর দিকে চাপে থাকছিলেন ওয়ার্নার-ধবন। সেই দুর্বলতা কাটিয়ে উঠেছেন আগের ম্যাচে। রবিবারের ম্যাচেও নাইটদের বিরুদ্ধে ঝোড়ো শুরু করতে চাইবেন ওয়ার্নার-রা। সেটাকে আটকানোর জন্য স্পিনার দিয়ে আক্রমণ শুরু করার পরিকল্পনা নিতে পারেন গম্ভীর-রা। 
তবে পাওয়ার প্লে-তে ব্যাটিং ধমাকায় এখনও এক নম্বর নাইট রাইডার্স। 

দেখুন কলকাতার সম্ভাব্য একাদশ-

কলকাতা সম্ভাব্য একাদশ: গৌতম গম্ভীর, সুনিল নারাইন, রবিন উথাপ্পা, মনিশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, ইশংক জগ্বী, কলিন দ্য গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, নাথান কোল্টার-নিল/ সাকিব আল হাসান, উমেশ যাদব, কুলদীপ যাদব।

 


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ