ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হামলার প্রতিবাদ করতে গিয়ে ফের হামলার শিকার


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৭, ০৬:৪৬ পিএম
হামলার প্রতিবাদ করতে গিয়ে ফের হামলার শিকার

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকায় আগের দিনে হামলার শিকার হয়েছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। সেই হামলার প্রতিবাদ সমাবেশ করতে গিয়ে ফের হামলার শিকার হয়েছেন ইমরান।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আগের দিনের হামলায় মামলা দায়ের করার পর ২৪ ঘণ্টা না পেরুতেই আবারো হামলা শিকার হয়েছেন বলে অভিযোগ ইমরানের। 

গণজাগরণ মঞ্চের কর্মীরা জানান, দেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ জোরদারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে ইমরান এইচ সরকারের নেতৃত্বে মানববন্ধন করে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সেই মানববন্ধন শেষ করার পরই তার ওপর হামলার ঘটনা ঘটে। 

ইমরান এইচ সরকার গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবারের হামলার প্রতিবাদে শুক্রবার (১৮ আগস্ট) বিকেল চারটায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। কিন্তু পুলিশ তাদের সেই কর্মসূচি পালন করতে দেয়নি। 

কর্মসূচি পালন করতে না পেরে ইমরান এইচ সরকারসহ ১০-১২ জন কর্মী হেঁটে পরিবাগের দিকে যাচ্ছিলেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে আসার সঙ্গে সঙ্গে ১৫-২০ জন দৃর্বৃত্ত আকস্মিকভাবে তাদের ধাওয়া দেয়। তারা দৌড়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেন। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ছিল। তারা ইটপাটকেল ছুঁড়েছে। তবে কেউ আহত হয়নি।

সূত্রমতে, বৃহস্পতিবারের হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছেন ইমরান এইচ সরকার। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান গণমাধ্যমকে জানান, অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ইমরান এইচ সরকার ওই মামলা করেন। ঘটনাটি খতিয়ে দেখছেন তারা।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র আরো জানান, এর আগে আদালত প্রাঙ্গণে তার ওপর হামলা চালিয়েছিলেন ছাত্রলীগের কর্মীরা। তারা তাকে এই বলে হুমকি দিয়ে রেখেছিলেন যে, যেখানে তাকে পাবে, সেখানেই টুকরো টুকরো করবে।

ইমরান এইচ সরকার দাবি করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরাই আগের দিন (বৃহস্পতিবার) ও আজ (শুক্রবার) তার ওপর হামলা চালিয়েছে।

ইমরান এইচ সরকারকে পিটিয়ে রক্তাক্ত করলো ছাত্রলীগ
যে ঘটনায় ইমরানকে পিটিয়ে রক্তাক্ত করলো ছাত্রলীগ

গোনিউজ/এন

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার