ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাওরের পানিতে ইউরেনিয়াম ছড়ানোর আশঙ্কা


গো নিউজ২৪ | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৭, ০৫:৪২ পিএম আপডেট: এপ্রিল ২২, ২০১৭, ১১:৪৪ এএম
হাওরের পানিতে ইউরেনিয়াম ছড়ানোর আশঙ্কা

অকাল বন্যায় ইতোমধ্যে হাওর অঞ্চলে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ফসল, মারা গেছে ৫০ মেট্রিক টন মাছ। এবার সেখানে দেখা দিয়েছে নতুন বিপর্যয়ের আশঙ্কা। বিস্তৃত হাওর এলাকার পানিতে তেজষ্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম মিশে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

সূত্র বলছে, বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের মেঘালয় প্রদেশের একটি অসম্পূর্ণ ইউরেনিয়াম খনি থেকে এ বিপর্যয়ের সূত্রপাত। আর এ কারণেই হাওরে গত সপ্তাহে মাছ ও হাঁসের মড়ক দেখা দেয়।

বিষয়টি নিয়ে গবেষণা করতে এরই মধ্যে নির্দেশ দেয়া হয়েছে। সরকারের নির্দেশে পরমাণু শক্তি কমিশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হাওরাঞ্চলে ঘুরে প্রতিবেদন তৈরি করার কাজ করছে।

সীমান্তের কাছাকাছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাছেই মেঘালয়ের ‘ওয়েস্ট খাসি হিল’ এলাকায় ভারত ইউরোনিয়াম খনিটি খননের কাজ শুরু করে। কিন্তু স্থানীয় আদিবাসীরা ইউরেনিয়াম তেজষ্ক্রিয়তার আশঙ্কায় শুরু থেকেই এ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। সেখানে ড্রিলিং করে বড় বড় গর্ত খোঁড়া হয়েছিল। যেগুলোর মুখ আর বন্ধ করা হয়নি। সেসব জায়গা দিয়ে ব্যাপক পানি প্রবাহের পর ওয়েস্ট খাসি হিলে মাছের মড়ক দেখা দেয়।

গত সপ্তাহে বাঁধ ভেঙে হাওরে বন্যা দেখা দেয়ার পর বাংলাদেশেও মাছের পাশাপাশি পাখি ও হাঁসের ব্যাপক মড়ক দেখা দেয়। পানি ব্যাপকভাবে বিষাক্ত হওয়ার কারণে এমনটা ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেহেদি হাসানের নেতৃত্বে সরকারি প্রতিনিধিদল সুনাগঞ্জের হাওর এলাকায় পানি পরীক্ষা করেন। তারা স্থানীয় কৃষকদের সঙ্গে এনিয়ে কথা বলেন।

মেহেদি হাসান জানান, অ্যামোনিয়াম বাড়ার কারণে প্রাণী মারা যাচ্ছে। তবে বৃষ্টি হলে খুব শিগগিরই সব স্বাভাবিক হয়ে যাবে বলে সরকারের এ কর্মকর্তা জানান।

গোনিউজ২৪.কম/এম

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়