ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বামীর ব্যর্থতায়, স্ত্রীর কাণ্ড শুনলে ভয় পেয়ে যাবেন


গো নিউজ২৪ প্রকাশিত: জুন ২২, ২০১৭, ০৫:১৮ পিএম
স্বামীর ব্যর্থতায়, স্ত্রীর কাণ্ড শুনলে ভয় পেয়ে যাবেন

স্বামীর বিরুদ্ধে পুরুষত্বহীনতার অভিযোগে মামলা দায়ের করলো স্ত্রী। এমনই ঘটনা ঘটেছে ভারতের নয়ডায়। নয়ডার মহিলা পুলিশ থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

ঐ মহিলার অভিযোগ, বিয়ের সময়ে পুরুষত্বহীনতার কথা না জানিয়ে, স্বামী এবং পরিবার তার সঙ্গে প্রতারণা করেছেন। এজন্য বিচ্ছেদের দাবি করেছেন এবং বিয়ের যা খরচ হয়েছে তারও দাবি করেছেন তিনি।

২০১৫-র নভেম্বর নয়দার সেক্টর ১২-র বাসিন্দা মহিলার সঙ্গে সেক্টর ৫১-র কেন্দ্রীয় বিহারের বাসিন্দার বিয়ে হয়। ওই মহিলা জানিয়েছেন, হনিমুনে গোয়ায় গিয়ে তিনি বুঝতে পারেন, তাঁর স্বামী পুরুষত্বহীন।

বিষয়টি নিয়ে চিন্তিত ওই মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী শারীরিক সম্পর্ক থেকেও বিরত ছিল। ওই মহিলা জানিয়েছেন, বিয়ের পর থেকে তিনি অফিসের কাজে ব্যস্ত থাকলেও, স্বামীকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিলেও, তিনি না মানেননি।

মহিলার আরও অভিযোগ, স্বামীর অফিসের সময় প্রথমের দিকে দিনে থাকলেও, পরে তিনি রাতের দিকে যাওয়াই পছন্দ করতেন। এবং গভীর রাতে ফিরে স্ত্রীর সঙ্গে কোনও কথা না বলেই শুয়ে পড়তেন।

বিষয়টি নিয়ে ওই মহিলা প্রথমে নিজের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। দুই পরিবারের মধ্যে একাধিকবার বৈঠকও হয়। ঠিক হয় ভাল চিকিৎসকের কাছে যাবেন তার স্বামী। 

কিন্তু তা থেকে কোনও ফল না মেলায়, মহিলা তার মায়ের কাছেই ফিরে যান। নয়ডার মহিলা পুলিশ থানার প্রধান অঞ্জু জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারতীয় দন্ডবিধির ৪৯৮এ এবং ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দম্পতিকে ডেকে পাঠিয়ে বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন বলে জানিয়েছেন অঞ্জু। যদি তাতে কোনও ফল না হয়, তাহলে আইনগত দিকটিও ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!