ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্টোকস-পাণ্ডিয়া-সাকিব, ৩ জনের কে সেরা, জানালেন নাসির হুসেইন


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৪:২২ পিএম আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৭, ১০:২৩ এএম
স্টোকস-পাণ্ডিয়া-সাকিব,  ৩ জনের কে  সেরা, জানালেন নাসির হুসেইন

মাশরাফি-সাকিব-তামিমদের কল্যাণে বিশ্ব ক্রিকেটে আলাদা স্থান দখলে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তিরাও এখন নিয়ম মাফিক পরাস্ত হয় টাইগারদের কাছে।  ক্রিকেট বিশ্বের উন্নয়নশীল দেশটির সাকিব আল হাসান তো রীতিমত শাসন করছেন বিশ্ব ক্রিকেট। 

ক্রিকেটেরে তিন ফরম্যাটে শীর্ষস্থান ধরে রাখার অতীত কোনো ইতিহাস নেই। যার গড়েছেন দেশটির পোস্টার বয় সাকিব আল হাসান।  তাই তো তার দুর্দান্ত পারফর্মেন্সে মুগ্ধ সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। বলেছেন, ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস কিংবা ভারতের উঠতি তারকা হার্দিক পাণ্ডিয়ার চেয়ে অনেক ভালো বাংলাদেশের সাকিব।

সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে সেরা অল-রাউন্ডার বিষয়ে কথা বলতে গিয়ে নাসের বলেছেন, 'আমি সাকিবকেই এগিয়ে রাখব। সাদা বলে বেন স্টোকসের সম্ভাবনা আছে, কিন্তু এই মুহূর্তে সাকিব সেরা। তবে আমার মনে হয়, ভবিষ্যতে সাদা বলের ক্রিকেটে সেরা অলরাউন্ডারের লড়াইয়ে স্টোকস চ্যালেঞ্জিং হয়ে উঠবে। '

২৬ বছর বয়সী ইংলিশ পেস বোলিং অল-রাউন্ডার বেন স্টোকস তার বদমেজাজের জন্যও বেশ আলোচিত। ওয়ানডে অল-রাউন্ডারদের তালিকায় তার অবস্থান ৬। টেস্ট চতুর্থ। তবে টি-টোয়েন্টির সেরা দশে তার নাম নেই।

তবে এই মুর্হুতে ভারতের হয়ে মিডল অর্ডার কিংবা বল হাতে ঝড় তোলা পাণ্ডিয়ার কথাও বলতে ভুলেননি তিনি।  তবে অবশ্যই তাকে মোটেও সাকিবের উপরে রাখেননি তিনি। বলেছেন,  সাকিব পরবর্তী যুগে স্টোকস আর পাণ্ডিয়ার মাঝে সেরার লড়াই হবে বলে মনে করেন নাসের হুসেইন।

সাবেক ইংলিশ অধিনায়ক আরো বলেছেন, '(স্টোকসের পাশাপাশি) হার্দিক পাণ্ডিয়ার ক্ষেত্রেও আমি একই কথা বলব। আপনি যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার পারফরম্যান্স দেখে থাকেন, ভারত ৮৭ রানে ৫ উইকেট হারানোর পর ওই পজিশন থেকে মহেন্দ্র সিং ধোনির (৭৯) সঙ্গে চমৎকার ব্যাটিংয়ে দলকে ম্যাচে ফেরায়। এটা ছিল অসাধারণ এক ইনিংস। '

সম্প্রতি টেস্ট ফরম্যাট থেকে ৩ মাসের ছুটিতে আছেন সাকিব। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি খেলছেন না। নাসের হুসেই বিষয়টি সামনে এনে বললেন, 'আমি জানি সাকিব টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের (আসলে ৩ মাস) বিশ্রাম নিয়েছে। বাংলাদেশ তথা উপমহাদেশের কন্ডিশনে সে একজন যথার্থ অল-রাউন্ডার।  লম্বা সময় ধরে ও সেটা প্রমাণ করে আসছে। '
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ