ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন উসমান


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৭, ০৫:৫৫ পিএম
সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন উসমান

নিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই অবিশ্বাস্য স্পেল গড়েন পাকিস্তানের পেসার উসমান খান। মাত্র ১২ রানের বিনিময়ে তুলে নেন পাঁচ উইকেট। 

এদিকে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চারটিতে হেরেছে শ্রীলঙ্কা। তাই রোববার (২৩ অক্টোবর) নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। নেমেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা। 

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৩ রান। দলকে ভঙ্গুর অবস্থান থেকে তুলে নেয়ার চেষ্টা চালিয়ে নিচ্ছেন পেরেরা।  ব্যক্তিগত ২৪ রানে ব্যাট করছেন তিনি। 

এদিন ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন উসমান। আগের ম্যাচে অভিষেকে দ্বিতীয় বলেই তিনি উইকেট নিয়েছিলেন। আজ প্রথম ওভারের শেষ দুই বলে নিয়েছেন ২ উইকেট। পঞ্চম বলে বোল্ড হয়েছেন সামারাবিক্রমা। পরের বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দিনেশ চান্দিমাল। দুজনই মেরেছেন ডাক!

তৃতীয় ওভারে উসমানের হ্যাটট্রিক বলটা চার হাঁকিয়েছিলেন উপুল থারাঙ্গা। তবে এক বল পরই শ্রীলঙ্কান অধিনায়ককে বোল্ড করেন উসমান। পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে ফেরেনব নিরোশান ডিকভেলা। তখন শ্রীলঙ্কার ৮ রানেই ৪ উইকেট নেই!

স্কোরটা ২০-এ যেতেই পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন সিরিবর্ধনেও। এবারও ঘাতক উসমান। পয়েন্টে ফখর জামানের হাতে সহজ ক্যাচ তুলে নেন সিরিবর্ধনে। আর ঠিক তখনই সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহকে স্মরণ করলেন। 

প্রসঙ্গত, মাত্র দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট পেলেন উসমান। তাও মাত্র ২১ বলের মধ্যে! ২০০১ সালের পর ওয়ানডেতে তার চেয়ে কম বলে ৫ উইকেট নিতে পেরেছেন মাত্র দুজন। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে চামিন্দা ভাস ১৬ বলে ও ২০১৩ সালে কানাডার বিপক্ষে ভান ডার গুগটেন ২০ বলে ৫ উইকেট নিয়েছিলেন। 
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ