ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘সুশাসন ছাড়া দেশে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন’


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৭, ০৩:৪১ পিএম আপডেট: এপ্রিল ২৩, ২০১৭, ০৯:৪১ এএম
‘সুশাসন ছাড়া দেশে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন’

ড. আকবর আলী খান

তত্ত্বাবধান সরকারের সাবেক উপদেস্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলী খান বলেছেন, সুশাসন ছাড়া বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন। বাংলাদেশে সুশাসন নিচের দিকে যাচ্ছে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি থামছে না।

আজ দুপুরে হোটেল লেকশোরে বিআইডিএস আয়োজিত বিআইডিএস ক্রিটিকাল কনভারসেশন ২০১৭ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

আকবর আলী বলেন, দেশের সুশাসন ও অভ্যন্তরীণ ব্যাপারে বিশ্বব্যাংকের হস্তক্ষেপেরর কোনো দরকার নেই। তাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তাদের এই হস্তক্ষেপ একটা ঝামেলা। তিনি বলেন, বাংলাদেশে যে একেবারে সুশাসন হয় নি তা নয়। কিছু কিছু সংস্কার হয়েছে। তৈরি পোশাক খাতে বড় সংস্কার হয়েছে। বন্ডেড ওয়্যার হাউজ হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রবাসীদের ভুমিকা বড়। তাদের পাঠানো অর্থ তৈরি পোশাক খাতের আয়ের চেয়েও বেশি। তবে ওই অর্থ গ্রামে চলে যায়, শহরে আসে না। তিনি বলেন, দক্ষ শ্রমিক পাঠানোর কথা বলা হয়। ওদের পাঠালে টাকাও আসবে না, ওরাও আসবে না কিন্তু অদক্ষ শ্রমিকরাই টাকা পাঠায়। নিজেরাও ফিরে আসে।

তত্ত্বাবধান সরকারের সাবেক উপদেস্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন, গবেষনা পরিচালক কাজী আলী তৌফিক, মিনহাজ মাহমুদ, বিরু প্রকাশ পাল, মাঈনুল হক।

গো নিউজ২৪/এএইচ

অর্থনীতি বিভাগের আরো খবর
৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

বাজারে এখন টাকা ও ডলার উভয় মুদ্রার সংকট, অদল-বদল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংকের কারণে ঘাটতিতে পুরো ব্যাংক খাত

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

হোটেল-রেস্তোরাঁয় বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রতি ৫০ টাকা আয়করের প্রস্তাব

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা

ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণকারীদের সম্মানী মাসে ৫০ হাজার টাকা