ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুপার ফোরে জায়গা নিতে মাহমুদউল্লাহর নতুন কৌশল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৬:৩১ পিএম আপডেট: নভেম্বর ২৩, ২০১৭, ১২:৩১ পিএম
সুপার ফোরে জায়গা নিতে মাহমুদউল্লাহর নতুন কৌশল

ঢাকা ও সিলেট পর্ব শেষ হয়ে বিপিএলের ভেন্যু এখন চট্টগ্রামে।  সব মিলিয়ে চলতি বিপিএলে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  যাতে ৭ ম্যাচ খেলে চার জয় ও ২ পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনে অবস্থান খুলনা টাইটান্সের।  

হিসেব মতে, সুপার ফোরে জায়গা নেয়ার আগ মুর্হুতে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে খুলনা টাইটান্স।  একটু এদিক-সেদিক হলেই স্বপ্ন শেষ।  তাই নতুন কৌশলে ম্যাচ বাই ম্যাচের চিন্তা দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

পয়েন্ট টেবিলের নিজের অবস্থান পরিস্কার করতে খুলনার অধিনায়ক বলেন, ' পয়েন্ট টেবিলটা এখন খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, এখন প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই ভালো। সবগুলো দলই বেশ শক্তিশালী।'

চট্টগ্রামের প্রথম দিনের খেলায় শুক্রবার (২৪ নভেম্বর) মাশরাফির রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা। রংপুরের প্রশংসার পাশাপাশি নিজেদের ভালো খেলার তাগিদও দিলেন তিনি। তিনি বলেন, 'রংপুর বেশ ভালো টিম, তারা ভালো ক্রিকেট খেলছে। আমাদেরকেও ভালো ক্রিকেট খেলতে হবে।'

রংপুর দলে রয়েছে ক্রিস গেইল, ম্যাককালাম, মালিঙ্গার মত বড় মাপের ক্রিকেটার। তাদেরকে সামলানোর জন্য ভালো ক্রিকেটটাই খেলতে চান মাহমুদউল্লাহ, বাড়তি কোন প্ল্যান নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, 'বড় নাম থাকাটাই তো স্বাভাবিক ব্যাপার। তাদের দলেও বেশ কয়েকজন বড় ক্রিকেটার আছে। তাদেরকে হারাতে হলে আমাদেরকে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।'
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ