ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে দুই বনদস্যু আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০১৭, ০৭:২৯ পিএম
সুন্দরবনে দুই বনদস্যু আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর চারাখালী খাল এলাকা থেকে ‘করিবাজ বাহিনী’র উপ-প্রধান মো. সহিদুল শেখসহ দুই বনদস্যুকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে র‌্যাব-৮ এর হাতে আটক হওয়া এদুই বনদস্যুর কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলি।  

আটক এদুই বনদস্যুর বাড়ি বাগেরহাট জেলায়।

র‌্যাব-৮ এর পক্ষ থেকে সংবাদ কর্মীদের কাছে পাঠানো ইমেইলে বলা হয়েছে, সুন্দরবনের পশুর, শিবসা নদী এবং নদী সংলগ্ন বিভিন্ন খাল ও এলাকায় নিরীহ জেলেকে অপহরণ ও মাছ ধরার ট্রলারে লুটপাট চালায়। অপহরণ পরবর্তী কৌশলে জেলে ও বনজীবীদের পরিবারকে ফোন করে জন প্রতি বিপুল অংকের টাকা মুক্তিপণ আদায় করা ‘করিবাজ বাহিনী’কে আটকে র‌্যাব সুন্দরবনে অভিযান চালায়। 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে র‌্যাব-৮ এর সদস্যরা বাইনোকুলারের সাহায্যে দেখতে পায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর চারাখালী খাল এলাকায় বনদস্যু কবিরাজ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। দ্রুত সেখানে অভিযান চালালে  র‌্যাব সদস্যদের উপস্থিতি দের পেয়ে বনদস্যুরা পালাতে থাকে।

এসময়ে র‌্যাব সদস্যরা করিবাজ বাহিনী’র সেকেন্ড ইন কমান্ডার মো. সহিদুল শেখ (২২) ও মো. সিরাজুল ইসলাম নিকারীকে (৪৫) আটক করে। এসময়ে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪টি আগ্নেয়ান্ত্র ও ১৩ রাউন্ড গুলি।  উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে, ১টি বিদেশি একনালা বন্দুক, ১টি বিদেশি কাটা রাইফেল, ২টি বিদেশি ওয়ান শুট্যারগান ও  বিভিন্ন অস্ত্রের ১৩ রাউন্ড গুলি।

আটক করিবাজ বাহিনী’র উপ-প্রধান মো. সহিদুল শেখ, বাগেরহাটের মংলা উপজেলার আমড়াতলা গ্রামের মো. আজিজ শেখের ছেলে ও মো. সিরাজুল ইসলাম নিকারী একই জেলার ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের শুকুর আলী রওফে কুনচে শুকুরের ছেলে।

গোনিউজ২৪/এম

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা