ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুনীল নারিন সম্পর্কে অজানা ৮ রহস্যময় তথ্য


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ১২:১১ পিএম
সুনীল নারিন সম্পর্কে অজানা ৮ রহস্যময় তথ্য

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার সুনীল নারিন বর্তমানে কলকাতা নাইটরাইডার্স (কেকেআর)-এ খেলছেন। বলার হিসেবে পরিচিত এই ক্রিকেটার ব্যাট হাতে এবার ভেলকি দেখাচ্ছেন। কেকেআরের বিপক্ষে নিয়মিত ওপেন করছেন তিনি। তার সম্পর্কে রহস্যময় কিছু অজানা তথ্য রয়েছে। চলুন জেনে নেই কী তার অজানা সব রহস্যময় তথ্য। 


১) ২৬ মে, ১৯৮৮ সালে কলকাতা নাইটরাইডার্স-এর রহস্যময় স্পিনার সুনীল নারিনের জন্ম হয় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর অরিমাতে। সাত বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি হয় ক্যারিবিয়ান স্পিনারের। 

২) নারিনের বাবা সামান্য ট্যাক্সি চালক ছিলেন। সুনীল গাভাস্কারের বড় ভক্ত ছিলেন নারিনের বাবা শাহিদ। সেই কারণেই ছেলেরও নাম রাখেন সুনীল। ভারতের কিংবদন্তি ওপেনারের এতটাই ভক্ত ছিলেন নারিনের বাবা যে নিজের মেয়ের নাম রাখতে চেয়েছিলেন গাভাস্কারের নামে। স্ত্রী ক্রিশ্চিনা তা পছন্দ করেননি। সুনীল নারিনের ক্রিকেটের প্রতি ভালবাসা প্রথম লক্ষ্য করেন বাবা শাহিদই। তাঁর হাত ধরেই সুনীল নারিন কুইন্স পাক সাভানায় অনুশীলন করতে আসতেন ছেলেবেলায়। 

৩) তখন সুনীল গাভাস্কার পূজিত হতেন ভারতে। সুনীল নারিনের বাবা শাহিদ এতটাই গাভাস্কার ভক্ত ছিলেন যে সেই সময়ে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন ক্যারিবিয়ানদের সাপোর্ট না করে ‘লিটল মাস্টার’-এর হয়ে গলা ফাটাতেন শাহিদ।  

৪) বার্নার্ড জুলিয়েন, স্যামি গুইলেন ও রোল্যান্ড সম্পদ আবিস্কার করেন সুনীল নারিনকে। নারিনের ভিতরে যে প্রতিভা লুকিয়ে রয়েছে তা নজর এড়ায়নি এই তিন কোচের। 

৫) ২০০৯-এ নজর কাড়েন নারিন। একটি ট্রায়াল ম্যাচে নারিন একাই একটি ইনিংসে দশ উইকেট তুলে নেন। ওই ম্যাচে নারিনের বোলিং ফিগার ছিল ১০-৫৫। সেই ম্যাচের দারুন পারফরমেন্সের জন্যই ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো দলে সুযোগ পান নারিন। 


৬) একই ওভারে ছ’ রকমের ডেলিভারি করতে পারেন নারিন। ক্যারম বল, নাকল পুশেস এবং স্কিডার্স ক্যারিবিয়ান স্পিনারের আসল অস্ত্র। ব্যাটসম্যানরা নারিনের এই অস্ত্র এখনও বুঝে উঠতে পারেননি।  

৭) ২০১৩ সালে নন্দিতা কুমারকে ভারতীয় শাস্ত্রমতে বিয়ে করেন নারিন। 

৮) এখন কেকেআর-এর হয়ে ব্যাটিং ওপেন করছেন নারিন। বিগ ব্যাশ খেলার সময়ে মেলবোর্ন রেনিগেডস-এর হয়ে ওপেন করেছিলেন নারিন। তাঁর মধ্যে ব্যাটিং দক্ষতা লক্ষ্য করেই কেকেআর ম্যানেজেমেন্ট ওপেন করতে পাঠাচ্ছেন নারিনকে।  

গো নিউজ ২৪

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ