ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিব-মিরাজদের জন্য আসছেন নতুন ওস্তাদ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ১২:৩৬ পিএম
সাকিব-মিরাজদের জন্য আসছেন নতুন ওস্তাদ

অস্ট্রেলিয়া সিরিজ টাইগার স্পিনারদের পরামর্শ দিতে ভারতীয় সাবেক স্পিনার সুনীল যোশী বাংলাদেশে আসছেন। আপাতত অস্ট্রেলিয়া সিরিজের জন্যই কাজ করবেন তিনি। স্পোর্টসস্টারকে তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। এর আগে স্পিন কোচ হিসেবে স্টুয়ার্ট ম্যাগগিলের নাম শোনা গিয়েছিলো।

জানা গেছে, সব কিছু ঠিক থাকলে মঙ্গল কিংবা বুধবারের মধ্যেই ঢাকায় পা রাখবেন তিনি। কাজ করবেন পুরো অস্ট্রেলিয়া সিরিজে। তার কাজ পছন্দ হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। এদিকে সোমবার স্পোর্টসস্টারকে যোশী বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আমি বাংলাদেশে যাচ্ছি। আমি বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ করব।’

যোশী নতুন চ্যালেঞ্জ পেয়ে বলেন, ‘যেকোনো টেস্ট দলের সঙ্গে কাজ করাই রোমাঞ্চকর ব্যাপার। বাংলাদেশ উন্নতি করছে। তাদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে।’

বাঁহাতি স্পিনার যোশী ১৫ টেস্ট আর ৬৯ ওয়ানডে খেলছেন। টেস্টে উইকেট আছে ৪১টি, ওয়ানডেতে ৬৯টি। ব্যাট হাতেও মুন্সিয়ানা ছিলো তার। ২০০০ সালে  অভিষেক টেস্টে বাংলাদেশ তার অলরাউন্ড দাপটেই হেরে গিয়েছিলো। সে ম্যাচে দুই ইনিংসে ৮ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন ৯২ রান। ২০১২ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন জম্বু ও কাশ্মিরের কোচ হিসেবে। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ওমানের বোলিং কোচ ছিলেন ৪৭ বছর বয়সী যোশী। 

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ