ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাকিব ক্রিকেট বিশ্বের বিস্ময়: জনসভায় প্রধানমন্ত্রী


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২১, ২০১৭, ০৮:২১ পিএম
সাকিব ক্রিকেট বিশ্বের বিস্ময়: জনসভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের স্টার অলরাউন্ডার সাকিব আল হাসানকে ক্রিকেট বিশ্বের একজন বিস্ময় হিসেবে উল্লেখ করে এই ক্রিকেট তারকার জন্মস্থান মাগুরার জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ বিকেলে মাগুরায় আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ প্রদানকালে জেলার জনগণের উদ্দেশ্যে বলেন, ‘যেখানে আপনাদের সূর্য সন্তান এবং ক্রিকেট বিশ্বের বিস্ময় সাকিব আল হাসানের জন্ম হয়েছে, সেই মাগুরার জনগণকে প্রথমে আমি অভিনন্দন জানাই।’

মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ৩২৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য দেশের দক্ষিণাঞ্চলীয় এই জেলা সফরে যান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্ট ম্যাচে শ্রীলংকাকে পরাজিত করে জয় বাংলার বিজয় ছিনিয়ে এনেছে। প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক বিজয়ের জন্য সাকিবসহ বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়,কোচ এবং কর্মকর্তাদের পুনরায় অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী রোববার ক্রিকেট দলের এই বিজয়ের পর ফোনে বাংলাদেশের স্কিপার মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট বিজয়ের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী মুশফিকুর ও সাকিবকে বলেন, শ্রীলঙ্কাকে পরাজিত করে তোমরা একটি ইতিহাস সৃষ্টি করেছো। তোমরা যেন এ বিজয় ধরে রাখতে পারো, এ কারণে আমি তোমাদের জন্য দোয়া করি।প্রধানমন্ত্রী জয় বাংলা বলে তাদের সঙ্গে তার টেলিফোন আলাপ শেষ করেন।

বাংলাদেশ রোববার কলম্বোতে পি সারা ওভালে দুটি ম্যাচ জয়বাংলা কাপ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের পঞ্চম ও চূড়ান্ত দিনে চার উইকেটে শ্রীলংকাকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে। এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ শততম টেস্টে ৯ম বিজয় অর্জন করলো। সাকিব দুটি টেস্টে ম্যান অব সিরিজ হন। 

 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়