ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে অযোগ্য ক্রিকেটারদের বিশ্ব একাদশে খালেদ মাহমুদ সুজন!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৭, ১২:১৯ পিএম
সবচেয়ে অযোগ্য ক্রিকেটারদের বিশ্ব একাদশে খালেদ মাহমুদ সুজন!

প্রতিটি দেশেই কিছু অযোগ্য ক্রিকেটার থাকেন। যাদের কল্যাণে জেতা দলও অনেক সময় পরাজিত হয়। বিশ্বের সব দেশেই কম বেশি অযোগ্য ক্রিকেটার থাকেন।  আর এ নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ক্রিকেট কান্ট্রি সর্বকালের সবচেয়ে অযোগ্যদের নিয়ে একটি বিশ্ব একাদশ গড়েছে। 

দলটিতে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা সুজনকে লেখক অনিন্দ দত্ত রেখেছেন দ্বাদশ ব্যক্তি হিসেবে। অনিন্দ লিখেছেন, ‘অধিনায়কত্ব করতে গিয়ে বিজয়ানন্দ খুব বেশি ক্লান্ত বা অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেলে খালেদ মাহমুদকে অধিনায়ক হিসেবে কাজে লাগানো যাবে। আসলে তিনি তো সত্যিকারের একজন অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে ১২ টি টেস্ট খেলে নেতৃত্ব দিয়েছেন নয়টিতেই। মনে না রাখলেও চলবে যে সেই নয়টা টেস্টের মধ্যে নয়টিতেই হেরেছে বাংলাদেশ।’

সুজন ছাড়াও একাদশে আছেন বাংলাদেশের সাবেক কোচ ট্রেভর চ্যাপেল। আম্পায়ার হিসেবে রাখা হয়েছে শাকুর রানা ও বাপু জোশিকে।

লেখায় বলা আছে, চাইলে একাদশে স্টুয়ার্ট বিনিকে সরিয়ে সুজনকে জায়গা দেওয়া যায়, ‘একটা নবীন দেশ হিসেবে না হয় সুজনের দলের পারফরম্যান্স মেনে নেওয়াই যায়। তবে, ১২ টেস্টে তার ১২ ব্যাটিং গড় আর বোলিং ৬৪ গড় কতটা মেনে নেওয়া যায় আমার ঠিক জানা নেই। চাইলে একাদশে তাকে স্টুয়ার্ট বিনির জায়গায় অলরাউন্ডার হিসেবেও খেলানো যায়। সেটা না হলেও, পানি টানার মহাগুরুত্বপুর্ণ কাজটা তো তিনি করতেই পারবেন।’

অযোগ্য টেস্ট দল: বিজয়ানন্দ গাজাপতি রাজু (অধিনায়ক), রব কুইনি, ট্রেভর চ্যাপেল, উসমান আফাল, জ্যাক ইকিন, স্টুয়ার্ট বিনি, রিচার্ড ব্ল্যাকি (উইকেটরক্ষক), লোনওয়াবো সোৎসোবে, জন ওয়াটকিন্স, মার্ক হাসলাম, রবার্ট কেনেডি, খালেদ মাহমুদ সুজন (দ্বাদশ ব্যাক্তি)।

আম্পায়ার: শাকুর রানা, বাপু জোশি।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ