ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে থাকছে নতুন অলরাউন্ডার!


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২৯, ২০১৭, ০৮:০৮ পিএম আপডেট: মার্চ ৩০, ২০১৭, ০৫:১৫ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে থাকছে নতুন অলরাউন্ডার!

স্পোর্টস ডেস্ক: চলমান শ্রীলঙ্কা সফরে টেস্ট ওয়ানডের পাশাপাশি দুই ম্যাচ টি- টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে। এরপর ৬ এপ্রিল একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি। এদিকে জানা গেছে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে ভিন্ন পরিকল্পনার ছক কষছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক এবং সাবেক টাইগার অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে একজন অলরাউন্ডারকে স্কোয়াডে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে সেই অলরাউন্ডারটি কে হতে পারেন সেই বিষয়ে কিছুই জানাননি তিনি।

এ প্রসঙ্গে দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে নান্নু এই কথা বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে আমরা একজন অলরাউন্ডার পাঠানোর কথা ভাবছি। আগামীকাল আমরা দল দিয়ে দিব।’

দুই দিন আগে গুঞ্জন শোনা গিয়েছিলো লঙ্কানদের বিপক্ষে ঘরোয়া লীগে ভালো পারফর্ম করা মেহেদী মারুফকে স্কোয়াডে নেয়া হচ্ছে। তবে এই বিষয়টি উড়িয়েই দিলেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘মেহেদি মারুফকে আমরা পাঠাচ্ছি না।’

উল্লেখ্য লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু করেছিলো বাংলাদেশ দল। প্রথম ম্যাচে লঙ্কানরা বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় এবং শততম টেস্টে দুর্দান্ত জয় দিয়ে সিরিজটি ড্র করে টাইগাররা।

এরপর ওয়ানডে সিরিজেও দুর্দান্ত সূচনা পায় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ। ডাম্বুলায় প্রথম ম্যাচে ৯০ রানের বিশাল জয়ের পর দ্বিতীয় ম্যাচেও একই প্রত্যয় নিয়ে মঙ্গলবার (২৮শে মার্চ) মাঠে নেমেছিল তারা। তবে শেষ পর্যন্ত ভারী বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে বর্তমানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আগামী ১লা এপ্রিল কলম্বোতে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ