ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্যুটিংয়ে পুলিশি বাধায় ছাত্রলীগের শরণাপন্ন শাকিব


গো নিউজ২৪ | বিনোদন প্রদিবেদক প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৭, ০১:৪২ পিএম আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ০৭:৪২ এএম
শ্যুটিংয়ে পুলিশি বাধায় ছাত্রলীগের শরণাপন্ন শাকিব

ঢাকা: বয়কট আর নিষেদাজ্ঞার কারণে গেল ঈদের পর থেকে দেশীয় কোনো প্রোডাকশনে কাজ করেননি দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খান। সম্প্রতি আদালতের নির্দেশে নিষেদাজ্ঞা ওঠে যাওয়ায় শাপলা মিডিয়ার মাধ্যমে দেশীয় প্রোডাকশন নিয়ে ব্যস্ত এই তারকা অভিনেতা। তবে সেখানেও এলো বাধা।

হ্যাঁ। শাপলা মিডিয়ার আলোচিত ছবি ‘আমি নেতা হবো’র শ্যুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন চিত্রনায়ক শাকিব খান। উত্তম আকাশের পরিচালনায় গেল ৩১ জুলাই থেকে রাজধানীতে শুরু হয়েছে ছবিটির শ্যুটিং। এরপর পূবাইল, চাঁদপুর ঘুরে শ্যুটিং ইউনিট বর্তমানে আছে কক্সবাজার। আর সেখানেই ১৫ আগস্ট পুলিশি বাধার মুখে গোটা ইউনিট। এমনকি সারাদিন কোনো শ্যুটিং পর্যন্ত করতে পারেননি শাকিব।

কক্সবাজার পুলিশের ভাষ্যমতে, সদ্য রাজধানীর পান্থপথে একটি বাড়িতে অভিযানে এক জঙ্গি নিহত হওয়ায় সারাদেশে রেড অ্যালার্ট জারি আছে। যেকোনো সময় যেকোনো স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছিলো। আর রেড অ্যালার্টের মধ্যে কক্সবাজার এলাকা রয়েছে। আর এই কারণেই তারা কক্সবাজার কোনো শ্যুটিং করতে দেয়নি। 

অন্যদিকে পুলিশি বাধার কারণে সারাদিন বসে থাকতে হয়েছে ‘আমি নেতা হবো’-এর পুরো টিমকে। শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সহায়তা জানিয়ে আশ্বাস চান শাকিব খান। তার কথামতো বিষয়টি দেখতে কক্সবাজার জেলা ছাত্রলীগকে জানায় কেন্দ্রীয় কমিটি। শ্যুটিং চালিয়ে যেতে  কেন্দ্রীয় ছাত্রলীগের সহযোগিতায় কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম ও কেন্দ্রীয় সদস্য ইসমাইল সাজ্জাদসহ কয়েকজন সিনিয়র নেতাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠকও করেন শাকিব।

সর্বশেষ কক্সবাজার জেলা ছাত্রলীগ চেষ্টা করলেও জঙ্গি হামলার আশঙ্কা থেকে কক্সবাজারে শ্যুটিং করতে দিতে রাজি হয়নি পুলিশ। কারণ সত্যি সত্যি জঙ্গি হামলার আশঙ্কা ছিলো দিনভর, আর নিষেদাজ্ঞা অমান্য করে যদি শ্যুটিং হয় তাহলে সেখানে কিছু হলে আইন শৃঙ্ক্ষলা বাহিনী এর দায়ভার নিবে না বলে জানিয়ে দেয় । আর জঙ্গি হামলার কারণে ছাত্রলীগও পরবর্তীতে শাকিবকে এদিন শ্যুটিং বন্ধ রাখতে অনুরোধ করে।

গো নিউজ/এমটিএল

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী