ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষকের বিরুদ্ধে ২ শিক্ষিকার যৌন হয়রানির অভিযোগ


গো নিউজ২৪ | নাটোর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৭, ০৯:৫৬ পিএম
শিক্ষকের বিরুদ্ধে ২ শিক্ষিকার যৌন হয়রানির অভিযোগ

নাটোরের লালপুরে ৮৮নং পালোহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  কুদরত আলীর বিরুদ্ধে দুই সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই শিক্ষককে চাকরিচ্যুতসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন অভিভাবক, শিক্ষার্থী ও সহকারী শিক্ষকরা।

গত ১১ এপ্রিল ঐ বিদ্যালয়ের একজন সহকরী শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ছয় পার হলেও কোন ব্যবস্থা নেয়নি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। অনেকবার ঐ শিক্ষিকা জানার চেষ্টা করলেও প্রসঙ্গ এড়িয়ে যান উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার ইকবাল আহম্মেদ।

ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি নিচ্ছি করেই কাটিয়ে দিয়েছেন ছয় মাস। তাই এক প্রকার বিচারের আশা ছেড়েই দিয়েছেন তিনি। এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ধূর্তবাজ প্রধান শিক্ষক বিভিন্নভাবে উপরমহলকে ম্যানেজ করে ফেলেছেন। তিনি এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সে কারণে একেবারে অসহায় হয়ে গেছেন বিদ্যালয়ের নারী শিক্ষিকারা। তারা এখন ঐ শিক্ষকের সাথে কর্মক্ষেত্রে থাকতে বিব্রতবোধ করছেন।

লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ না হওয়ায় এক প্রকার নিরুপায় হয়েই বিদ্যালয়ে আছেন বলে জানান তারা।

সরেজমিনে গিয়ে বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষিকার সাথে কথা বলে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুদরত আলী তাদের বিভিন্ন সময় শারীরিক সম্পর্কের জন্য প্রস্তাব দেন। কিন্তু বারবার একই প্রস্তাব দিলে রাজি হননি ঐ দুই শিক্ষিকা। তারা ঐ শিক্ষকের প্রস্তাবে রাজি না হলে তিনি তাদের চাকুরী থেকে বরখাস্থ করার হুমকি দেন।

এছাড়াও ঐ শিক্ষক বই খাতা নেওয়া দেওয়ার সময় তাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। এছাড়াও কুদরত আলী প্রতিমাসেই বিদ্যুতের বিল বাবদ ১ হাজার ৫০ টাকা করে আদায় করেন। বিভিন্ন অজুহাতে তাদের এবং শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলেন।

ওই প্রধান শিক্ষক অটিজমের প্রশিক্ষণ গ্রহণ করে এসে বলেন, উপর থেকে বলে দিয়েছে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষিকাদের বুক ও কোমরের পরিমাপ করে রিপোর্ট পাঠাতে হবে। তাই তাদের বুক ও কোমর ফিতা দিয়ে পরিমাপ করা প্রয়োজন। তারা তা অস্বীকৃতি জানালে তিনি জোর পূর্বক ফিতা নিয়ে তাদের সাথে জোরাজুরি করেন।

শিক্ষিকারা তার উপর রেগে গেলে বলেন, আমার আন্ডারে চাকরী করতে হলে আমার কথা মতো চলতে হবে। তোমাদের জন্য আমার চাকরী হারাতে পারবোনা। এটা উপর মহলের নির্দেশ। তাই আমাকে মানতেই হবে ।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুদরত আলীর সাথে মুঠোফোনে কথা হলে জানান, আপনারা সাংবাদিক। ঘটনা সত্য যেটা সেটাই লিখবেন। বেশি কিছু লিখলে কি হয় সেটা তো জানাই আছে। এ কথা বলে লাইন কেটে দেন।

লালপুর উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসার ইয়াকুব আলী বলেন, পালোহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত রিপোর্ট উপরে পাঠানো হয়েছে।

গোনিউজ২৪/কেআর

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল