ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোনালদোকে ছাড়াই অর্ধ ডজন গোল করল রিয়াল মাদ্রিদ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ১০:২৫ এএম
রোনালদোকে ছাড়াই অর্ধ ডজন গোল করল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ

জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকো হারের পর বড় জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।  ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই গোল উৎসব করলো লা লিগার অন্যতম সেরা দল রিয়াল মাদ্রিদ।  বুধবার রাতে  দেপোর্তিভো লা করুনাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে থাকা বার্সেলোনাকে ধরে ফেলল রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচে ২৪ জয় ও ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমানসংখ্যক জয় ও পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। 

জোড়া গোল করেন কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজ। এছাড়া একটি করে গোল করেন আলভারো মোরাতা, লুকাস ভাসকেস, ইসকো ও কাসেমিরো।

রোনালদো, টিন ক্রস, রামোস ও বেলের মত শীর্ষ তারকাদের ছাড়াই মাঠে নামে রিয়াল। একাদশের অনেক খেলোয়াড়কে মাঠের বাইরে রেখে পরিকল্পনা সাজাতে হয় রিয়াল কোচকে। পরিকল্পনায় সফল রিয়াল কোচ। 

দেপোর্তিভো ম্যাচে কড়া রোটেশন পদ্ধতি অনুসরণ করেন কোচ জিনেদিন জিদান। রিয়ালের মাঝ মাঠ সামলান তিন নতুন মুখ মেটিও কোভাসিক, রদ্রিগেজ এবং ইসকো। আর ফরোয়ার্ডে ছিলেন ভাসকুয়েজ, মার্কো অ্যাসেনসিও এবং মোরাত্তা।

ক্লাসিকোতে হার তার উপর দেপোর্তিভোর মাঠে নামার আগে ওসাসুনার জালে বার্সেলোনার ৭ গোলে হয়তো আরও তাতিয়ে দেয় রিয়ালকে। তাই খেলার শুরুর বাঁশির আওয়াজ শেষ হওয়ার আগেই লিড নেয় রিয়াল। মাত্র ৫৪ সেকেন্ডে ইসকোর পাস থেকে দুরন্ত ফিনিশংয়ে দলকে এগিয়ে দেন মোরাত্তা। চলতি মৌসুমে এটিই রিয়ালের সবচেয়ে দ্রুততম গোল।

দেপোর্তিভো খেলায়াড় এবং সমর্থকরা প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আবার লিড নেয় রিয়াল। এবার গোলদাতা জেমস রদ্রিগেজ। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ান তারকা।

রিয়াল দুইবার এগিয়ে যাওয়ার পর খেলায় ফেরার ইঙ্গিত দেয় দেপোর্তিভো। ৩৫ মিনিটে অসাধারণ এক গোলে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান আন্দোনি। তবে রিবতিতে যাওয়ার এক মিনিট আগে ইসকোর ক্রস থেকে ব্যবধানটা ১-৩ করে ফেলেন লুকাস ভাসকুয়েজ।

বিরতি থেকে ফিরে ১৬ মিনিট পর আবারও লিড নেয় রিয়াল। এসময় ভাসকুয়েজের সঙ্গে বল দেয়া-নেয়া করে নিজের দ্বিতীয় গোল করেন রদ্রিগেজ। 

বার্সার কথা মাথায় রেখে গোলের নেশায় পেয়ে বসে রিয়ালকে। ৭৭ মিনিটে ব্যবধান বাড়ান পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করা ইসকো। লিগে এটি তার অষ্টম গোল। চলতি লা লিগায় কোনো মিডফিল্ডারই তার চেয়ে বেশি গোল করতে পারেননি।

ম্যাচের শেষ বেলায় আরও দুইবার জালে বল জড়াতে দেখেন দর্শকরা। ৮৪ মিনিটে দেপোর্তিভোর হয়ে ব্যবধান কমান জোসেলু। দায়িত্ব নেয়ার পর জিদানের বিপক্ষে জোসেলুর চেয়ে বেশি গোল করতে পারেনি আর কোনো খেলোয়াড়। তিন গোল করেছেন তিনি।

উত্তাপহীন ফলাফল মেনে নিয়ে দর্শকরা যখন মাঠ ছাড়া প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবারও গোল। ৮৭ মিনিটে দেপোর্তিভোর জালে ষষ্ঠবারের মতো বল জড়ান রিয়ালের পরিবর্তিত খেলোয়াড় কাসমিরো। দেপোর্তিভো বিপক্ষে পাওয়া এই আত্মবিশ্বাস নিয়েই আগামী শনিবার ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে জিদানের রিয়াল মাদ্রিদ।

 


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ