ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদের এমন অবস্থা কি ভাবা যায়!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ১০:৫০ এএম
রিয়াল মাদ্রিদের এমন অবস্থা কি ভাবা যায়!

চলতি মৌসুমে খারাপ শুরুর ধারাবাহিকতা ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। এবার অবশ্য তাদের প্রতিপক্ষ ছিলো নগর প্রতিদ্বন্দ্বী শক্তিশালী অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে ম্যাচ শেষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। এ ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনা থেকে লিগে ১০ পয়েন্ট পিছিয়ে গেল রিয়াল-অ্যাতলেটিকো দু’দলই।

শনিবার অ্যাতলেটিকোর নতুন মাঠ স্তাদিও ওয়ান্ডা মেট্টোপলিটানোতে আতিথিয়েতা নিতে যায় রিয়াল। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেননি রোনালদো-বেনজেমারা। বরং বেশ কয়েকবার গোল হজম করার সম্ভাবনা তৈরি হয়েছিলো।

এদিন ম্যাচের প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দু’দলের আক্রমণ গোলমুখে হতে থাকে। কিন্তু বেশ কয়েকটি ভালো সুযোগ থেকে বঞ্চিত হয় গ্যালাকটিকোরা। পাশাপাশি স্বাগতিকরা দুর্দান্ত খেললেও জালের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইনজুরিতে ভোগা নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে তুলে নেন জিদান। তাঁর জায়গায় নামেন নাচো। বেনজেমার বদলে মাঠে আসেন মার্কো আসেনসিও। 

কিন্তু রিয়ালের আক্রমণের বিরুদ্ধে অতি রক্ষণের কৌশলে ফিরে যায় স্বাগতিকেরা। গ্রিজম্যানের পরিবর্তের ফার্নান্দো তোরেস ও কোরেয়ার বদলে কেভিন গ্যামিরো মাঠে নামলে কিছুটা প্রাণ ফিরে আসে খেলায়। ৭৮ মিনিটে তো প্রায় গোলই পাইয়ে দিয়েছিলেন গ্যামিরো। কিন্তু গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তাঁর করা চিপ লাইন পার হওয়ার আগেই সরাতে সক্ষম হয়েছেন ভারানে। 

৮৯ মিনিটে রোনালদোর জোরালো শটের সামনে ছুটে এসে পা বসিয়ে দিয়েছেন হার্নান্দেজ। বাকি পুরো সময় দুই দলের মিডফিল্ড আগ্রাসন আর আক্রমণভাগের ব্যর্থতার নজির দেখতে হয়েছে দর্শকদের।

এই ড্রয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ১০ পয়েন্টে পিছিয়ে পড়লেন জিদানের শিষ্যরা। বার্সেলোনা পিচ্ছিল না খেলে রিয়াল কোনোভাবেই আর লা লিগার শিরোপা দৌড়ে ফিরবে না। সব আশা শেষ! 

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ