ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীজুড়ে কেটে ফেলা হচ্ছে শত শত গাছ


গো নিউজ২৪ প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৭, ০৯:৪২ এএম
রাজধানীজুড়ে কেটে ফেলা হচ্ছে শত শত গাছ

নির্বাচনের পর পর ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সবুজায়ন করতে ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছিলেন। এ কর্মসূচির আওতায় তিনি করপোরেশন এলাকায় কয়েক লাখ গাছ লাগানোর কথাও বলেন। একই সঙ্গে নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দেন। মেয়রের ওই ঘোষণা অনুযায়ী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। 

তবে মেয়রের গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা ঘোষণার পর উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে গিয়ে সড়কের পাশ থেকে গাছ কাটা করপোরেশনের দ্বিমুখী আচরণ বলে মনে করছেন রাজধানীবাসি। তারা বলছেন, সিটি করপোরেশনের দায়িত্ব গাছ লাগানো, গাছ কাটা নয়।  সিটি করপোরেশন বলছে, প্রয়োজনের তাগিদে যেসব গাছ কাটা হচ্ছে, নতুন গাছ গিয়ে সেই শূন্যতা পূরণ করা হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, বনানী খেলার মাঠের পাশ দিয়ে যাওয়া ২৬ নম্বর সড়কটির দুইপাশ থেকে অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলো এখনো সড়কের পাশে পড়ে আছে। সড়কটির দুই পাশে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ কাজ চলছে। ড্রেন নির্মাণের স্থান থেকে বহু দূরে ফুটপাতের বড় বড় গাছও কেটে ফেলার চিহ্ন দেখা গেছে। সড়কের প্রবেশপথে ব্যারিকেড দিয়ে ভেতরে চলছে গাছ কাটার মহোত্সব। রাস্তার ওপরই কেটে ফেলা গাছের ডালপালা ও গুঁড়ি ফেলে রাখা হয়েছে।

এ ছাড়া গুলশান, বারিধারা, উত্তরাসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও সড়ক উন্নয়নের নামে পরিচালিত কর্মকাণ্ডে অধিকাংশ গাছ মারা পড়েছে। 

এ দিকে গত বছর গুলশান, বনানী, বারিধারার আধুনিকায়নে ২০০ কোটি টাকার একটি প্রকল্প নেয় উত্তর সিটি। এর আওতায় ওই এলাকার সব রাস্তা, সড়ক বিভাজক, ড্রেন, পাইপ ড্রেন ও ফুটপাতের আধুনিকায়ন শুরু হয়। গত শুক্রবার গুলশান এক থেকে দুই নম্বর পর্যন্ত সরেজমিন গিয়ে দেখা গেছে, সড়ক বিভাজকগুলো ভেঙে নতুন করে স্থাপন করা হয়েছে। সংস্কারের সময় কাটা পড়েছে গাছের শিকড়। গোড়ার মাটি সরে যাওয়ায় অনেক গাছ মারা গেছে। আবার কিছু গাছের প্রাণ যায় যায় অবস্থা। মারা যাওয়া কিছু গাছ কেটে ফেলেছে সংস্থাটি।

উত্তর সিটির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল ইসলাম জানান, এ সব গাছ রাখারও আমাদের কোনো পরিকল্পনা নেই। এলাকার সৌন্দর্য বর্ধনের বিষয়ে কমিটি করা হয়েছে। এতে তিনিসহ নগর পরিকল্পনাবিদ, বৃক্ষপ্রেমী, প্রকৌশলী ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ রয়েছেন। কমিটি ঠিক করবে, নতুন কী ধরনের গাছ সেখানে রোপণ করা হবে।

 

গো নিউজ২৪/এএইচ

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়