ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রসিক নির্বাচনে ‘চমক’ আনছে বিএনপি


গো নিউজ২৪ | ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: জুলাই ১৯, ২০১৭, ১১:২৩ পিএম
রসিক নির্বাচনে ‘চমক’ আনছে বিএনপি

রংপুর: চলতি বছরের শেষদিকে হচ্ছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন। অন্যসব দলের মতো এই নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে বিএনপিতেও। ২০৩ বর্গমাইল আয়তনের বিশাল এই নগরীতে বিএনপির সাংগঠনিক ভিত এখনো শক্তিশালী নয়। তাই জাপার দূর্গখ্যাত রংপুরে প্রার্থী দিয়ে চমক দেখানোর ইচ্ছা দলটির। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে এ সম্পর্কে আভাস পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে স্থানীয় নেতারা কেন্দ্রে তৎপরতা চালাচ্ছেন। দৌড়ঝাঁপের এই তালিকায় রয়েছেন রংপুর  মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও সহ-সভাপতি কাওছার জামান বাবলা।

এদিকে, দলীয়ভাবে রংপুরে বিএনপির সাংগঠনিক অবস্থা খুব একটা শক্তিশালী না থাকায় জাতীয় পার্টির একজন কেন্দ্রীয় নেতাকে দলে ভিড়িয়ে মনোনয়ন দিতে পারে দলটির নীতিনির্ধারকরা। তবে এখনই ওই নেতার নাম ঘোষণা করতে অনিচ্ছুক বিএনপি। 

দলীয় একটি সূত্র দাবি করেছে, বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফেরার পর তার হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিএনপিতে যোগ দেবেন ওই নেতা। এরপরই নির্বাচনের শিডিউল ঘোষণার পর বিএনপি থেকে জানা যাবে তার নাম।

বিএনপির এই চমক দেখানোর সম্ভাব্য খবরে কিছুটা নাড়া দিয়ে উঠেছে জাপার এক সময়ের দূর্গখ্যাত রংপুর। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ইতোমধ্যে মহানগর জাপার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে রসিক নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

এদিকে, জাপা ছেড়ে কে ভিড়ছেন বিএনপিতে? এমন গুঞ্জন এখন চলছে রাজনৈতিকপাড়ায়। আলোচনা-সমালোচনার টেবিলে বারবার নাম উঠছে জাতীয় পার্টির কেন্দ্রেীয় নেতা ও রংপুর পৌরসভার সাবেক মেয়র একেএম আব্দুর রউফ মানিকের। কারণ হিসেবে বলা হচ্ছে, লন্ডনে এই জাপা নেতার প্রভাবশালী আত্মীয় রয়েছেন, যাদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের ভালো সংখ্যতা রয়েছে। হয়তো আব্দুর রউফ মানিককে দলে নিয়ে মনোনয়ন দিতে খালেদা জিয়াকে লন্ডনেই সেই প্রস্তাব দিতে পারেন তার আপন কেউ। অবশ্য গেল রমজানে রংপুরে আওয়ামী লীগের এক ইফতার অনুষ্ঠানে এই জাপা নেতার উপস্থিতি বেশ সাড়া ফেলেছিলো। তখন প্রশ্ন উঠেছিলো, তবে কি জাপা ছেড়ে আওয়ামী লীগে ভিড়ছেন তিনি। 

এব্যাপারে এখনই কিছুই বলতে চান না রংপুর মহানগর বিএনপির নেতারা। আর মুঠোফোনে সংযোগ মিলছে না জাপার সেই নেতার। তবে দিন যতোই যাচ্ছে রসিক নির্বাচনকে ঘিরে যেন ততোই নির্বাচনী আমেজ, বিচার-বিশ্লেষণ আর হিসেব নিকেশের অংক জমে উঠছে। কে পাচ্ছেন বিএনপির ধানের শীষ আর প্রার্থী নির্বাচনে চমকই বা কী- তা জানতে এখন শুধু অপেক্ষা।

গো নিউজ২৪/এন

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন