ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রশিদ খানের রোমাঞ্চকর শিরোপা জয়


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০১:২৬ পিএম আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০৩:২৫ পিএম
রশিদ খানের রোমাঞ্চকর শিরোপা জয়

সফাগেজা টি-টোয়েন্টি ক্রিকেট লিগের ফাইনালে রোমাঞ্চকর জয় পায়  রশিদ খানের ড্রাগন্স। ম্যাচের শেষ ওভারে ড্রাগন্সকে হারাতে ১২ রান চাই নাইটসদের। টি-টোয়েন্টি যুগে এ রান কিছুই নয়। কিন্তু হাতে ৪ উইকেট রেখেও জয় পেল না নাইটসরা।

কাবুলে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৭ উইকেটে ১৫৭ রান তুলে ড্রাগন্স। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে নাইটস।

প্রথমে ব্যাটিং করতে নেমে ড্রাগন্সকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জাভেদ আহমাদি ও হজরতউল্লাহ। উদ্বোধনী জুটিতে ৭২ রান করেন তারা। তবে শতরানের আগে দুজন সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে ড্রাগন্স। 

জাভেদ আহমাদি ৫৫ ও হজরতউল্লাহ ৩৫ রান করেন। মিডল অর্ডাররা ভালো করতে না পারায় পরবর্তীতে বড় স্কোর করতে পারেনি রশিদ খানের দল। তিনে নামা শহীদউল্লাহ ২২ এবং শেষ দিকে জাভেদ খান ও মুসলিম মুসা ১২ করে রান করেন। বল হাতে নাইটসদের সেরা বোলার জহির খান। ৩১ রানে ৩ উইকেট নেন জহির। এছাড়া ২টি উইকেট নেন মোহাম্মদ নবী।

জবাবে ব্যাটিং করতে নেমে দারুণ জবাব দিচ্ছিল নাইটসরা। ওপেনার ভুসি সিবান্দা ২৪, ইহসানুল্লাহ ২০ রান করেন। মিডল অর্ডারে দলের স্কোর টেনে নেন সিকান্দার রাজা। শেষ ওভারে ২ রান নিতে গিয়ে ৪০ রান করা সিকান্দার আউট হলে নাইটসদের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। ১৯তম ওভারে জাভেদ খানের বলে আউট হন নাইটসদের অধিনায়ক মোহাম্মদ নবী। 

১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২৭ রান করে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন নবী। কিন্তু তার আউটের পর শিরোপার স্বপ্ন ভেঙে যায় নাইটসদের। ড্রাগন্সের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন জাভেদ খান, মুসলিম মুসা, রশিদ খান ও ওফাদার।

ম্যাচ সেরা নির্বাচিত হন জাভেদ আহমাদি। সিরিজ সেরার পুরস্কার ওঠে করিম সাদিকের হাতে।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ