ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যোগ্য প্রার্থীর অভাবে রংপুর সিটিতে আগ্রহ নেই বিএনপির


গো নিউজ২৪ | ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৭, ০৭:২২ পিএম
যোগ্য প্রার্থীর অভাবে রংপুর সিটিতে আগ্রহ নেই বিএনপির

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ঘোষিত তফসিলে আগামী ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ এরই মধ্যে তাদের দলীয় প্রতীকে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। পিছিয়ে আছে দেশের প্রধান বিরোধীদল বিএনপি। এখন পর্যন্ত মেয়র প্রার্থী হিসেবে কাউকেই মনোনয়ন দিতে পারেনি দলটি। বরং বিএনপির কোনও প্রার্থী কখনই এখানে জয়ী হতে না পারায় বেশ চিন্তায় পড়েছে দলটির নীতি নির্ধারকরা। দলের হাইকমান্ডও  রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে অতটা আগ্রহী নয়।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে জয়ী হতে পারেন বা সম্মানজনক পরিমাণ ভোট পাবেন, এমন যোগ্য প্রার্থীর অভাব দেখা দিয়েছে রংপুর বিএনপিতে। তারপরও মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী পাঁচজনের নামের একটি তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। 

বুধবার (১৫ নভেম্বর) রংপুর মহানগর বিএনপির নেতারা সৈয়দপুর বিমানবন্দর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর হাতে ওই তালিকা তুলে দেন। 

তালিকায় থাকা মনোনয়ন প্রত্যাশীরা হলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইছ আহাম্মেদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, মহানগর বিএনপির সহসভাপতি কাওসার জামান বাবলা, জেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু ও স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি আব্দুস সালাম।

এদিকে রংপুর মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, রসিক নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীর একটি তালিকা তৈরি করে পাঠানোর জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানগর বিএনপির নেতাদের সোমবার মৌখিক নির্দেশ দেন। এ কারণে মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ৩টায় রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়েস্থ বিএনপির কার্যালয়ে জরুরি সভা ডাকে মহানগর বিএনপি। রাত ১১টা পর্যন্ত ওই সভা চলে। সভায় মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে মেয়র প্রার্থী হওয়ার জন্য দলের নেতারা এবং সম্ভাব্য অন্য মনোননয়ন প্রত্যাশীরাও অনুরোধ জানান। তবে কোনও অবস্থাতেই মেয়র পদে নির্বাচন করবেন না বলে জানান মোজাফফর হোসেন। পরে সবার সম্মতিতে পাঁচজন মেয়র প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়।

এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী নাজমুল আলম নাজু জানান, ‘মেয়র প্রার্থী হিসেবে মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে অনুরোধ জানানো হলেও তিনি নির্বাচন করবেন না বলে জানিয়ে দেন। তবে আমরা যে পাঁচ জন মেয়র পদে বিএনপির প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি তাদের সবার নাম দলের মহাসচিবের কাছে পাঠানো হয়েছে।

একই কথা জানান রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী শহিদুল ইসলাম মিজু। তিনি বলেন, ‘মহাসচিবের নির্দেশনা অনুযায়ী আমরা জরুরি সভা করে সেখানে সম্ভাব্য সব প্রাার্থীকে ডেকে তাদের মতামত জানতে চেয়েছি। এরপর তালিকা করে নাম পাঠানো হয়েছে। তবে বিএনপির প্রার্থী আরও আগে ঘোষণা করা গেলে ভালো হতো বলে জানান তিনি।

তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও দলের একাধিক নেতা মনে করছেন, রংপুরে বিএনপির মেয়র পদে প্রতিন্দ্বদ্বিতা করার মতো কোনও যোগ্য প্রার্থী নেই। রংপুর পৌরসভা বা সিটি করপোরেশন এবং এমপি নির্বাচনে বিএনপির কোনও প্রার্থী কখনই জয়ী হতে পরেনি। সে কারণে দলের হাইকমান্ড রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে অতটা আগ্রহী নয়। এ কারণেই এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করা হয়নি। 

গো নিউজ২৪/এবি

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন