ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘যদি বর্ষে আগুনে, রাজা যায় মাগনে’


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৭, ০৪:৫২ পিএম আপডেট: ডিসেম্বর ৯, ২০১৭, ১০:৫২ এএম
‘যদি বর্ষে আগুনে, রাজা যায় মাগনে’

ফেনী:‘যদি বর্ষে আগুনে, রাজা যায় মাগনে।’ এই দিনে (অগ্রহায়ণ মাস) বৃষ্টি হলে কৃষকদের মুখে মুখে এরকম বচন এক সময় প্রচুর শোনা যেত। বাংলা মাসের ব্যবহার কমে যাওয়ায় এ ধরনের বচনও হারিয়ে যাচ্ছে। বাংলা সাহিত্যে এগুলো ডাক ও খনার বচন হিসেবে পরিচিত।

আগুনে মানে অগ্রহায়ণ মাস। আর মাগনে মানে ভিক্ষাবৃত্তি। যদি অগ্রহায়ণ মাসে বৃষ্টিপাত হয়, তাহলে রাজারও ভিক্ষাবৃত্তির দশা হয়। অর্থাৎ আকাল অবস্থায় পতিত হওয়াকে বোঝায়।

আজ (শনিবার) অগ্রহায়ণের ২৫ তারিখ। এভাবে আর পাঁচ দিন বৃষ্টি হলে শোনা যাবে ‘যদি বর্ষে পুষে, কড়ি হয় তুষে’। অর্থাৎ পৌষে বৃষ্টিপাতের ফলে কৃষক তুষ বেচেও অঢেল টাকাকড়ির বন্দোবস্ত করবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শুক্রবার বিকেল থেকে ফেনীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। রাস্তা-ঘাটে মানুষের উপস্থিতি কম। অন্যদিনের চেয়ে শীতের মাত্রা অনেক বেশি। শীতের দিনের এমন বৃষ্টিতে জনজীবনে বিপর্যয় নেমে আসে। সাধারণ মানুষ পড়েছে ভোগান্তিতে। আর কৃষকরা ধান নিয়ে পড়েছে বিপাকে। পুরো জেলায় চলছে ধান কাটার মৌসুম। 

কৃষকরা জানান, এই নিয়ে আট-নয় মাস বৃষ্টিতে পড়ে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষ পড়েছে ভোগান্তিতে। বিশেষ করে ব্রিকফিন্ড ব্যবসায় মারাত্মক ধস নামে। ব্রিকফিল্ড ব্যবসায়ী মো. লিয়াকত আলী বলেন, ‘এ বছর বৃষ্টি আমাদের সর্বশান্ত করে দিল। সারাবছর বৃষ্টি লেগে আছে। কিছু ইট পুড়ে প্রস্তুত করছিলাম।  সব নষ্ট হয়ে যাবে।’

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের কৃষক আবদুল কাদের বলেন, ‘এই মাসে বৃষ্টি হওয়া মানে কৃষক মরে যাওয়া। মাঠে ধান কেটে শুকানোর জন্য রেখে দিছি। বৃষ্টিতে ধান, খড় সবই নষ্ট হয়ে যাবে। এই ফসল ঘরে তুলতে খরচও বাড়বে। ’

তবে আশার বাণী হল আগামী মাঘ মাসে এমন বৃষ্টি হয়ে কৃষকের মুখে হাসি ফুটবে। তখনি শোনা যাবে ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ।’ অর্থাৎ মাঘের শেষে বৃষ্টিপাতে রাজা ও দেশের কল্যাণ।

গোনিউজ/এমবি


    


 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়