ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যাচের আগে নেইমারকে নিয়ে এমন আগুনে বক্তব্য দিলেন কাভানি!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ১০:৫৫ পিএম
ম্যাচের আগে নেইমারকে নিয়ে এমন আগুনে বক্তব্য দিলেন কাভানি!

চলতি মৌসুম শেষ হলেই কাভানিকে বিক্রির মঞ্চে দাঁড় করাবে পিএসজি। উরুগুয়ে ফরোয়ার্ডকে কিনতে হলে যেকোনো ক্লাবকে গুনতে হবে সম্ভাব্য ৮০ মিলিয়ন ইউরো।

পিএসজি কাভানির জায়গায় আর্সেনালের চিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচজেকে কেনার পরিকল্পনাও করছে বলে জানাচ্ছে লা প্যারিসিয়ান। ২০১৮ সালে গানারদের সঙ্গে চুক্তি শেষ করে ফ্রি-এজেন্ট হয়ে যাবেন সানচেজ। সেক্ষেত্রে তাকে কিনতে আগের ক্লাবকে কোন অর্থই দেওয়া লাগবে না পিএসজির।

নেইমারের সঙ্গে ঝামেলা মেটেনি। এ খবর ভাসছে দুদিন ধরে। এবার কাভানি নিজে বোমা ফাটানোর মতো বক্তব্য দিলেন। উরুগুয়ের পিএসজি তারকা সরাসরি বলে দিয়েছেন, দলের ভালোর জন্য নেইমারের সঙ্গে তার বন্ধু হওয়ার কোনো দরকার নেই। বরং পেশাদার হলেই চলবে।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলতে নামছে বেলজিয়ামের দল আন্ডারলেখটের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫মিনিটে হবে ম্যাচটি।  ম্যাচের আগে এমন আগুনে বক্তব্য দিলেন কাভানি।

১৮ সেপ্টেম্বর লিঁওর বিপক্ষে পেনাল্টি এবং ফ্রি-কিক নেওয়াকে কেন্দ্র করে নেইমার-কাভানির দ্বন্দ্ব গড়ায় বহুদূর। ড্রেসিংরুমেও তারা তর্কাতর্কি করেন। অল্পের জন্য যা গড়ায়নি হাতাহাতিতে!  সেই থেকে দুজনের সম্পর্ক এতটুকু ভালো নয়। সম্পর্ক ঠিক করতে ক্লাবের শীর্ষ কর্মকর্তারা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

‘পেনাল্টি ইস্যু এখন অতীত। এগুলো এমন বিষয়, যা ফুটবলে ঘটে,’ কাভানিরি এমন কথা শুনে প্রথমে মনে হতে পারে সব ভুলে গেছেন। কিন্তু না, অবাক করলেন পরের কথায়, ‘দল হিসেবে আমাদের আরও লড়াকু হতে হবে। কিন্তু তার জন্য বন্ধু হওয়ার দরকার নেই। আমাদের পেশাদার হতে হবে। এর বাইরে আমাদের সবারই ব্যক্তিগত জীবন আছে।’

‘জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কে পেনাল্টি নিবে, সেটা কোচই ঠিক করবেন,’ মন্তব্য করে কাভানি বলেন, ‘যিনি কোচের দায়িত্বে আছেন, তিনি সমাধান খুঁজে বের করবেন। যখন সিদ্ধান্ত নিবেন, তখন নিবেন। তিনি কি সেটা নিয়েছেন?’

নিজে প্রশ্ন করে হাসতে হাসতে আবার উত্তরও দিয়েছেন, ‘আমি সেটা মনে করি ন।  

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ