ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মেসির জন্মদিনে রোনালদোর রেকর্ড


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০১৭, ০১:০৪ পিএম আপডেট: জুন ২৫, ২০১৭, ০৮:২৮ এএম
মেসির জন্মদিনে রোনালদোর রেকর্ড

লিও মেসির ৩০তম জন্মদিনে প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো দারুণ এক রেকর্ড গড়রেন। শুধু তাই নয়য়, আরেকটি বিরল রেকর্ড ভাঙার খুব কাছাকাছিও চলে গিয়েছেন তিনি।

শনিবার রাতে ফিফা কনফেডারেশন্স কাপে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ওশেনিয়ান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল রোনালদোর পর্তুগাল। অল হোয়াইটসদের ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কনফেডারশেনস কাপের সেমিফাইনাল উঠেছে পর্তুগাল। খেলার ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে রোনালদোই।

এই গোলের সুবাদেই সিআর সেভেন নাম লিখে ফেললেন ইতিহাসের খাতায়। ইউরোপিয়ান হিসেবে দেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ডে ভাগ বসালেন তিনি।

পর্তুগালের হয়ে ১৪২ ম্যাচ খেলে ৭৫ গোল করলেন রোনালদো। হাঙ্গেরি কিংবদন্তি স্যান্ডোর ককসিসের সঙ্গেই এক আসনে বসলেন তিনি। ককসিসও দেশের জার্সিতে গোল করেছেন ৭৫টি।

তবে রোনালদো কিংবা ককসিসের চেয়েও এই তালিকায় অনেক এগিয়ে রয়েছেন আরেক হাঙ্গেরিয়ান কিংবদন্তী ফেরেঞ্চ পুসকাস। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার দখলে দেশের জার্সিতে গোল রয়েছে ৮৫টি। তাকে ছুঁতে এখনও রোনালদোর প্রয়োজন ৯ গোল।

গত কয়েকদিনে পর্তুগালের হয়ে মোট চারটি গোল করেছেন তিনি। কনফেড কাপ শুরুর আগে লাটভিয়ার বিপক্ষে গোল করেন তিনি। এরপর গোল করেছেন রাশিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। এই কনফেড কাপেই স্যান্ডোর ককসিসকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন সিআর সেভেন। কারণ, তার দেশ ইতিমধ্যেই উঠে গেছে সেমিফাইনালে।

২০১৬-১৭ মৌসুমে দেশ ও ক্লাব মিলিয়ে রোনালদো ৫৫ ম্যাচে মোট ৫৬ গোল করেছেন। ক্লাবের হয়ে জিতেছেন লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ