ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেয়েদের বিশেষ যে দিকে পুরুষদের নজর থাকে


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৭, ০৯:২৬ পিএম
মেয়েদের বিশেষ যে দিকে পুরুষদের নজর থাকে

কথায় বলে ফার্সট ইমপ্রেসন নাকি লাস্ট ইমপ্রেসন৷ আর তাই যদি হয় তাহলে মহিলাদের আরও একটু বেশি সতর্ক হতে হবে, বিশেষ করে আপনি যখন সিঙ্গল, রেডি টু মিঙ্গল…তখন! 

কারণ পুরুষদের কাছে, আগে দর্শনধারী (ব্যতিক্রমীদের ছেড়ে)৷ তবে যুগের সঙ্গে চিন্তাধারা বাছ বিচার অনেক কিছু বদলালেও সবটা তো আর চলে যায় না৷ তাই আগেভাগেই নিজের দিক থেকে ফিট অ্যান্ড পারফেক্ট থাকুন৷

আর সেই সঙ্গেই জেনে নিন পুরুষেরা মেয়েদের মধ্যে কোন ৭টি বিষয় আগে দেখে…

চোখ- 
চোখে চোখেই যেখানে হাজার কথা হয়, সেখানে চোখের যত্ন না নিলে হয়৷ চোখ আপনার যেমনই হোক, পরিবেশ অনুযায়ী তাকেও সাজিয়ে তুলুন আর হয়ে উঠুন অনন্যা৷

কিভাবে হাঁটেন- 
বালো ড্রেসের সঙ্গে কিন্তু আপনার হাঁটার স্টাইলও ভালো হতে হবে৷ তবে ড্রেস অনুযায়ী হাঁটার স্টাইল মাথায় রাখবেন৷ অনেক খুঁটিনাটি জিনিস মেনে চললে তবেই না পারফেকশন আসবে৷

গ্রুমিং- 
সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ড্রেসড হওয়াটাই কিন্তু বাধ্যতামূলক, যদি আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে চান৷

বুদ্ধিমত্তা- 
সব কিছুর পরেও যে বিষয়টা না থাকলে একেবারেই সব জিরো, তা হল আপনার বুদ্ধি৷ কথা বলুন কিন্তু ভেবেচিন্তে৷ সম্পর্ক তৈরি হয় সহজেই কিন্তু আপনার বুদ্ধি তাকে ধরে রাখার ক্ষেত্রে প্রধান এবং শেষ কথা৷

হাসি- 
স্মাইলেরও ধরন রয়েছে, আর সেই ধরনের মধ্যে ফ্রেন্ডলি স্মাইল থেকে সেক্সি স্মাইল কিন্তু তালিকার অনেকটা ওপরের দিকে৷ তবে ইনোসেন্ট স্মাইলও পছন্দও করেন পুরুষেরা৷ তবে ব্যঙ্গাত্মক হাসি একটু কম হাসলেই ভালো৷ পুরুষ শুধু নয়, তা মহিলা, নির্বিশেষে অনেকেরই পছন্দ হয় না৷

ব্যবহার- 
অ্যাটিটিউড পরিমাণ মতো রেখে, বিনম্র হলেই কিন্তু পয়েন্টের দিক থেকে এগিয়ে থাকবেন!

চুল- 
শুধু সুন্দর মুখশ্রী নয়, আপনার চুল কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেদিকে পুরুষদের চোখ থাকে৷ তাই মানাসই হেয়ারস্টাইল, এবং পরিষ্কার চুল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।

গো নিউজ২৪/এএইচ

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!