ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিথ্যা তথ্য সংশোধন করলো জবি ছাত্রফ্রন্ট


গো নিউজ২৪ | জবি করেসপন্ডেন্ট প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৬, ১২:৫৯ এএম আপডেট: ডিসেম্বর ১২, ২০১৬, ০৬:১২ এএম
মিথ্যা তথ্য সংশোধন করলো জবি ছাত্রফ্রন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অভ্যন্তরীন বিষয় নিয়ে গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট প্রেস রিলিজ পাঠিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিককে ফোনে এ তথ্য প্রদানের জন্য এর আগে ক্ষমা চেয়েছিল সংগঠনটি। এছাড়া প্রেস রিলিজে বার্তা প্রেরক হিসেবে যাদের নাম ব্যবহার করা হয়েছে তারা কেউই পুরো বিষয়টি অবহিত নন।

এদিকে দুপুরে বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক কাজী নাফিয়া রহমানকে ফোনে জবি ছাত্রফ্রন্টের সভাপতি মেহরাব আজাদ জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা হল আন্দোলনের কর্মীদের মারধর করেছে। এমনকি ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাংবাদিক সমিতির কার্যালয় ভাংচুর করা হয়েছে। তখন কাজী নাফিয়া রহমান সাংবাদিক সমিতিতে এ ধরণের কোনো ঘটনা ঘটেনি জানালে মেহরাব আজাদ তার বক্তব্যের বিষয়ে সুস্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি।

এ ঘটনা শোনার পর এ প্রতিবেদক মুঠোফোনেই মেহরাব আজাদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মেহরাব আজাদ এ প্রতিবেদকের কাছে মিথ্যাচারের জন্য ক্ষমা চান। তিনি বলেন, “সরি, ভুল হয়েছে।”

পরে বিকেল সাড়ে ৪ টার দিকে ছাত্রফ্রন্টের দফতর সম্পাদক গোলাম রাব্বীর মেইল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে বলা হয়, ছাত্রলীগ সাংবাদিক সমিতির অফিস ভাংচুর করেছে। দেড় ঘণ্টা পর আরেকটি প্রেস রিলিজ পাঠানো হয় একই মেইল থেকে। সেখানে অন্যান্য প্রসঙ্গ থেকে সাংবাদিক সমিতির বিষয়টি বাদ দেওয়া হয়।

গোলাম রাব্বীর মেইল থেকে প্রেস রিলিজটি পাঠানো হলেও বার্তা প্রেরক হিসেবে রাশেদুল ইসলাম, রাইসুল ইসলাম নয়ন, শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম রাজনের নাম উল্লেখ করা হয়। এরমধ্যে প্রথম ৩ জনের মুঠোফোন নাম্বারও সংযুক্ত করা হয়। তাদের সঙ্গে এ বিষয়ে কথা হয় পরিবর্তন ডটকমের। এদের তিনজনই জানিয়েছেন তারা কেউই ছাত্রফ্রন্টের রাজনীতির সঙ্গে যুক্ত নন।

এ বিষয়ে রাশেদুল ইসলাম বলেন, ‘আমি যতটুকু জানি আজকে মেইলে প্রেস রিলিজ পাঠানো হয়নি।’

তার নামে একটি প্রেস রিলিজ পাঠানো হয়েছে জানালে তিনি বলেন, ‘আজ আমি ক্যাম্পাসে যাইনি, কর্মসূচিতে ছিলাম না। প্রেস রিলিজে যে পাঠানো হয়েছে আমি এ বিষয়ে অবগত নই।’

রাইসুল ইসলাম নয়ন পরিবর্তন ডটকমকে বলেন, ‘মেইলে একটি বিষয় ভুল আছে, সাংবাদিক সমিতির ভাংচুরের বিষয়টি। সেটি কারেকশন করার কথা ছিল। আপনাকে কি সেটি পরে কারেকশন করে পাঠানো হয়েছে? আমি দুই তিনবার ফোন করেছি কারেকশন করে দেওয়ার জন্যে।’

প্রেস রিলিজটি তিনি লিখেননি জানিয়ে বলেন, ‘আন্দোলনে যারা ছিল ওরা লিখেছে। তখন বিষয়টি জানতাম না। পরে শুনেছি। এরপর মেহরাব আজাদকে ৩ থেকে ৪ বার আমি ফোন দিয়ে বলেছি; এই কাজটি ঠিক করেননি, এটি কারেকশন করেন।’

এদিকে শফিকুল ইসলামকে ফোন দিলেও তিনি দ্বিতীয়বার সংশোধন করে পাঠানো মেইলটির তথ্য জানেন না বলে এ প্রতিবেদককে জানান। এছাড়া প্রথম মেইলটিতে কি লেখা হয়েছে তাও তিনি বলতে পারেননি।

তবে সাংবাদিক সমিতির বিষয়ে মিথ্যা প্রেস রিলিজ পাঠানোর সমালোচনা করে জবির প্রগতিশীল সাংবাদিকদের অংশের সভাপতি ইমরান আহমেদ বলেন, ‘ছাত্রফ্রন্ট শিবিরের মত ভিত্তিহীন প্রেস রিলিজ পাঠিয়েছে। এ ঘটনার সত্যতা তাদের প্রমাণ করতে হবে, অন্যথায় ক্ষমা চাইতে হবে।’

তিনি বলেন, ‘যারা বার্তা প্রেরক তারাই যদি প্রেস রিলিজ সম্পর্কে না জানেন বা দ্বিমত পোষণ করেন তাহলে বলতে হবে এখানে অন্য কেউ উস্কানি দিচ্ছে।’

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম বলেন, ‘ছাত্রফ্রন্ট সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য দিয়ে সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগের সাংঘর্ষিক অবস্থান তৈরি করতে চাচ্ছে। সাংবাদিক সমিতিতে ছাত্রলীগের একজন কর্মীও যদি আজ গিয়ে থাকে, আমি তাদেরকে প্রমাণ উপস্থাপন করতে বলবো।’

তিনি আরো বলেন, ‘দেড় ঘণ্টা পর যদি সংশোধন করে আবার মেইল পাঠানো হয়, তাহলে বলতে হবে তাদের পূর্বের অভিযোগ মিথ্যা ছিল। এর জন্যে কেবল সংশোধিত মেইল পাঠিয়েই একটি সংগঠন মুক্তি পেতে পারে না, তাদের ক্ষমা চাইতে হবে।’

 

গোনিউজ২৪/ডি আর 

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল