ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফি-সাকিবদের ২০১৮ সালের ম্যাচের সিডিউল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৭, ০৪:১৭ পিএম আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৭, ০৮:১৮ এএম
মাশরাফি-সাকিবদের ২০১৮ সালের ম্যাচের সিডিউল

এফটিপি বলছে আসছে নতুন বছরে ক্রিকেট ব্যস্ত সময় পার করবে মাশরাফি, সাকিব, তামিমরা। তবে আগামী বছরে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে কোন দ্বিপাক্ষিক সিরিজ নেই বাংলাদেশের। শুধু এশিয়া কাপেই এ দুই পরাশক্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে টাইগারদের সঙ্গে। 

ক্রিকেটে টাইগার বাহিনীর সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা দেখতে চান সমর্থকরা। গোনিউজ২৪ পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে  ২০১৮ সালে বাংলাদেশ কবে কোন দলের বিপক্ষে মুখোমুখি হবে। 

২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের যত খেলা

জানুয়ারি, ২০১৮
বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। ২ টেস্ট এবং ১ টি-২০ ম্যাচ খেলবে। শ্রীলঙ্কার এ সফরের সময় জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সিদ্ধান্তটা চূড়ান্তই হয়ে ছিল। ১৫ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। দিবারাত্রির প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ হয়েছিল। 

১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এই তিন জাতি টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে প্রতিটি দলই একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল ফাইনালে লড়বে ২৭ জানুয়ারি।

মার্চ ও এপ্রিল, ২০১৮
মার্চে ২০১৮ সালে প্রথমবারের মত বিদেশ সফরে যাবে মাশরাফিরা। এই সময় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে । ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ১টি টি-২০ খেলবে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পর ওই বছর জুনে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। তবে এশিয়া কাপ কোন দেশে হবে সেটা এখনো নিশ্চিত নয়। কারণ ভারত বা পাকিস্তানে হবে না এটা এক প্রকার নিশ্চিত। শেষ পর্যন্ত বাংলাদেশ অথবা শ্রিলঙ্কা এশিয়া কাপের আয়োজক হতে পারে। 

আগস্ট, ২০১৮
অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। ২ টেস্ট এবং ৩ ওয়ানডে খেলবে।তবে এই সফরে কোন টি-২০ নেই।  

নভেম্বর-ডিসেম্বর, ২০১৮ 
বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ১টি টি-২০ খেলবে। যেহেতু এই সিরিজ বাংলাদেশ আয়োজন করবে, সেহেতু বিপিএলকে মাথায় রেখে সুবিধামত সময়ে সুচি নির্ধারণ করবে। কারণ বিপিএল যেহেতু নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় সেক্ষেত্রে এই সিরিজটি বিপিএলের আগে অথবা পরে আয়োজন করতে চাইবে বিসিবি।  

*** এই শিডিউল আইসিসির এফটিপি থেকে সংগৃহীত।সূচির যে কোন পরিবর্তন এবং পরিমার্জন আইসিসি এবং বিসিবি করার ক্ষমতা রাখে।   

গো নিউজ ২৪/এসকে  

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ