ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা শিক্ষকের কাণ্ড!


গো নিউজ২৪ | ভোলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০১৭, ০৭:৩৭ পিএম
মাদ্রাসা শিক্ষকের কাণ্ড!

ভোলার বোরহানউদ্দিন থানাধীন ইদারার মুল কেন্দ্র সি: মুজাব্বিদ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল খায়েরের বিরুদ্ধে ওই মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের অভিযোগ করেছেন। 

গতকাল মঙ্গলবার ওই মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষকদের কাছে ওই ছাত্রী অভিযোগ করেন।

জানা গেছে, মেয়েটিকে ওই মাদ্রাসায় মাওলানা আবুল খায়ের একা প্রাইভেট পড়াতেন। এই সুযোগে কয়েক দিন ধরে মেয়েটিকে যৌন নির্যাতন চালায় সে। গত কয়েক দিন আগে মেয়েটি প্রাইভেট পড়তে আসলে তাকে মাদ্রাসার একটি রুমের ভেতর আটক করে ধর্ষণ করা হয়। 

পরে মেয়েটির গায়ে জ্বর চলে আসে। সে জ্বরের কারণে কয়েকদিন ধরে মাদ্রাসায় আসেনি। পরে মেয়েটির শরীরের অবস্থা দেখে বড় বোনের সন্দেহ হলে সে বিষয়টি জানতে চাপ প্রয়োগ করেন। এরপর সে ঘটনাটি বড় বোনকে খুলে বলে।

এ ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল মিয়া জানতে পেরে গতকাল মঙ্গলবার রাতে আবুল খায়েরকে তার বাসায় ডেকে নিয়ে তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এ সময় আবুল খায়ের ঘটনার বিষয়টি স্বীকার করে রাসেল মিয়ার পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করেন। পরে রাসেল মিয়া আবুল খায়েরকে প্রায় ২০টি বেত্রাঘাত করেন বলে জানা গেছে।

এ বিষয়ে রাসেল মিয়ার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলবো।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল কুদ্দুস বলেন, ঘটনাটি আমি এখন শুনেছি। ধর্ষণের অভিযোগে কাউকে বেত্রাঘাত করা যাবে না। এটা আইনে নেই। আমি বিষয়টি শিক্ষা অফিসারদের সাথে যোগাযোগ করে জানবো। পরে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

এদিকে শিক্ষকের এই নিন্দনীয় ঘটনায় মানিকার হাট বাজার, বড় মানিকা ও কুতুবা ইউনিয়নে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় এখন ব্যাপক তোলপাড় শুরু হয়েছে বলে জানাগেছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি সহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি এখন জানলাম। থানায় কোন মামলা হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে আবুল খায়েরের সাথে ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি লাইনটি কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর ফোনটি রিসিভ করেননি। আবুল খায়ের লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের লেজছকিনা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মাওলানা তোফাজ্জল হোসেন।

গো নিউজ২৪/এএইচ

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার