ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাঠে একসঙ্গে রিয়াল মাদ্রিদের ১২ খেলোয়াড়, অতঃপর...(ভিডিও)


গো নিউজ২৪ | স্পোর্টর প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ১২:৫১ পিএম
মাঠে একসঙ্গে রিয়াল মাদ্রিদের ১২ খেলোয়াড়, অতঃপর...(ভিডিও)

এমন নয় রিয়াল বেটিস খুব দুর্বল দল। এমন নয় রিয়াল মাদ্রিদও খুব খারাপ খেলেছে। কেবল কাঙ্ক্ষিত জয়টাই মেলেনি। তবে দলটার নাম যখন রিয়াল, তখন ঘরের মাঠে গত হারের জন্য বিস্তর সমালোচনা প্রত্যাশিতই ছিল। সেটার সঙ্গে বাড়তি যোগ হয়েছে হাসিমশকরা! গত ম্যাচে ১২ জন খেলোয়াড়কে একসঙ্গে মাঠে রেখেও নাকি জয়ের চেষ্টা করেছেন জিনেদিন জিদান!

ঘটনার ডালপালা মেলা শুরু স্প্যানিশ লা লিগার ম্যাচে বুধবার রাতে রিয়াল মাদ্রিদের হারের পর। রিয়াল বেটিসের বিপক্ষে রোনালদোর ফেরার পরও ১-০ গোলে হেরে বসে জিনেদিন জিদানের দল। ম্যাচে কোনোকিছুই জিদানের পরিকল্পনা মতো হয়নি। মাঠে বদলি খেলোয়াড় নামানোর সময়ও তালগোল পাকিয়ে ফেলেন জিজু। টিভি ক্যামেরায় ধরা পড়ে একটা সময় একসঙ্গে রিয়ালের ১২ জন খেলোয়াড় মাঠে ছিলেন!

রিয়াল তিন পয়েন্ট হারানোর পর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধান সামনে এসে দাঁড়িয়েছে। বেটিসের বিপক্ষে হারের পর তাই সমর্থক থেকে মাদ্রিদের গণমাধ্যম, কেউই হজম করতে পারছে না বিষয়টি। 

সমালোচনার চাঁচাছোলা কথাবার্তায় যখন পত্রিকার পাতা ভরে ফেলা শেষ, তখন জিদানের পরিকল্পনার নতুন নতুন ফাঁকফোকর বের করছে মাদ্রিদিস্তা সমালোচকরা। যার একটি ওই অতিরিক্ত খেলোয়াড় মাঠে থাকার বিষয়টি।

যদিও ১২ খেলোয়াড় খুব বেশি সময়ের জন্য একসঙ্গে মাঠে ছিলেন না। প্রথমার্ধে রোনালদো-বেলের সুযোগ নষ্টের মহড়ার পর দ্বিতীয়ার্ধে খেলোয়াড় বদলে মন দেন জিদান। মধ্যবিরতির পর মার্সেলো এবং মডরিচকে তুলে ভাসকেস ও মায়োরেলকে মাঠে পাঠানোর নির্দেশ দেন জিদান। প্রথম বদলি ঠিকভাবেই হয়েছে, দ্বিতীয় বদলিতে বাঁধে গোলমাল। মায়োরেল যখন মাঠে নেমে গেছেন মডরিচ তখনও মাঠে অনড়। ফল একসঙ্গে ১২ খেলোয়াড় মাঠে।

সময় কিছুটা গড়ানোর পরও মডরিচ যেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ঠায় দাঁড়িয়ে তিনি। রেফারি কিছুটা সময় নেয়ার পর অবশ্য দায়িত্ব পালনে মন দিয়েছেন। মডরিচকে মাঠ ছেড়ে যেতে নির্দেশ দেন। ততক্ষণে জ্বলে উঠেছে অগণিত ক্যামেরার ফ্ল্যাশ। টিভি ক্যামেরায় স্থিরচিত্রে ধরা ১২ খেলোয়াড়। সেটা নিয়েই চলছে যত হাসাহাসি।

অবশ্য কেবল একটি জয় দূরত্বে এসব হাসিতামাশা-সমালোচনা। পরের একটি জয়ই পাল্টে দেবে চিত্রপট। জিদানও সেটারই অপেক্ষা করছেন।
ভিডিও:

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ