ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত-ইংল্যান্ডের ‘কৌশলে’ এগোবে বিসিবি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ১১:১০ পিএম
ভারত-ইংল্যান্ডের ‘কৌশলে’ এগোবে বিসিবি

ভারত-অস্ট্রেলিয়ার মতো দেশগুলো সবসময় ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখেন। প্রত্যেক ফরম্যাটের জন্য স্পেশাল কিছু খেলোয়াড় রির্জাভ রাখেন। যারা সর্বদা ওই ফরম্যাটেই নেমে থাকেন। আর তাতে সফলতার মুখও দেখেছে ক্রিকেট পরাশক্তি দেশগুলো। 

তবে এবার তাদের পথেই হাটতে যাচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটার ঘুরে ফিরে খেলেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। একই খেলোয়াড়ের উপর নির্ভরতা কমাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনটি ফরম্যাটে বিকল্প খেলোয়াড় তৈরির কথা ভাবছেন বিসিবির বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) চার বছর মেয়াদের শেষ কর্মদিবসে তিনি সভা করেন বোর্ড পরিচালকদের সঙ্গে। সেখানে বিভিন্ন বিষয়ের সঙ্গে আলোচনায় এসেছে ফরম্যাট অনুযায়ী খেলোয়াড় বিশেষীকরণের ব্যাপারটি।

এসময় নাজমুল হাসান বলেন, ‘আগে বাংলাদেশ টিমের খেলা কম হতো, এখন যখন খেলা বেশি হচ্ছে ফিটনেস হয়ে যাচ্ছে মেজর ইস্যু।’

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে খেলতে গিয়ে কতগুলো প্লেয়ার ইনজুরড হল। একটা সেট টিম যদি ধারাবাহিকভাবে খেলতে থাকে, ব্রেক না দেন তাহলে ভাল খেলা অসম্ভব। আলাদা টিম হওয়া উচিত। ওয়ানডে, টেস্ট ও টি-টুয়েন্টি যদি ভাগ না করি ২০১৯ সাল থেকে আমরা সমস্যায় পড়বো। কারণ একই প্লেয়ারকে দিয়ে কত খেলানো যায়।’

ফরম্যাট অনুযায়ী কিছু খেলোয়াড় আলাদা হয়ে গেলেও তাদের জন্য সারা বছর অনুশীলনের সুযোগ রাখার পরিকল্পনা করছে বিসিবি। এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘আমাদের একটা গ্যাপ থেকে যাচ্ছে। ওই গ্যাপগুলো কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে ভাবছি। এখন সাউথ আফ্রিকা থেকে যখন টিম চলে আসবে তখন কোচরা কী করবে? খেলা নেই, কোচরা সাধারণত ছুটিতে চলে যায়। পরের সিরিজ শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আসবে। এই সময়ে কী হবে? এই সময়ে ফাস্ট বোলিং ইউনিট যারা আছে তাদের দিকে একটা বিশেষ নজর দেওয়া যায়।’

সিরিজের বাইরে বর্তমান কোচিং স্টাফদের এমন প্রস্তাব দেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি। তারা করতে আগ্রহ না দেখালে আলাদা কোচ নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

৩১ অক্টোবরের বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন নাজমুল হাসান পাপন। সাবের হোসেন চৌধুরী কাউন্সিলর না হওয়ায় নাজমুল হাসানের পথ এখন অনেকটাই মসৃণ। প্রিমিয়ার লিগের ক্লাব আবাহনী লিমিটেড থেকে কাউন্সিলর হয়েছেন তিনি। আগামীতেও বোর্ড সভাপতি হিসেবে দেখা যাবে কিনা-এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘সবাই চাচ্ছে এটাই। আগে বোর্ড পরিচালক হিসেবে নির্বাচিত হই, তারপর দেখা যাবে।’
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ