ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটিশ রাজপুত্র স্কুলে যাবে, সেখানে বন্ধুরা নিষিদ্ধ


গো নিউজ২৪ | এক্সক্লুসিভ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৬, ২০১৭, ০১:১৩ পিএম আপডেট: মার্চ ২৬, ২০১৭, ০৭:১৩ এএম
ব্রিটিশ রাজপুত্র স্কুলে যাবে, সেখানে বন্ধুরা নিষিদ্ধ

ব্রিটিশ প্রিন্স জর্জ এমন এক প্রাইমারি স্কুলে পড়তে যাচ্ছেন যেখানে কোনো একজনকে সেরা বন্ধু বানানো চলবে না। এক টার্মের জন্যে ওই স্কুলে খরচ গুনতে হবে ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। আর একজন সেরা বন্ধুর চেয়ে স্কুলটি মনে করে এমন বন্ধু থাকা উচিত একাধিক। বরং একজন সেরা বন্ধু হলে বিষয়টি অন্য বন্ধুদের অনুভ‚তিতে আঘাত দিতে পারে। একজনের সঙ্গেই কেবল বিশেষ সম্পর্ক রাখা চলবে না, যে স্কুলে এমন বিধি সে স্কুলটি হচ্ছে লন্ডনের টমাস ব্যাট্টেরসিয়া স্কুল। আগামী সেপ্টেম্বর থেকে প্রিন্স জর্জা ওই স্কুলেই পড়তে যাচ্ছেন। স্কুলটির প্রধানশিক্ষক বেন টমাস আশা করেন তার ছাত্রদের একাধিক সেরা বন্ধুই থাকা উচিত।

কেনসিংটন প্যালেসের মুখপাত্র বলেন, দি ডিউক এন্ড ডাচেস অব কেমব্রিজ ঘোষণা করেছেন প্রিন্স জর্জ আগামি সেপ্টেম্বর থেকে ওই স্কুলে পড়তে যাচ্ছেন। স্কুলটির ওয়েবসাইটে প্রধানশিক্ষক মি. টমাস লিখেছেন তার স্কুল সমৃদ্ধশালী ও অভীষ্টসাধনে রত। ৫৪০ জন ছেলে মেয়ে স্কুলটিতে পড়ে যাদের বয়স ৪ থেকে ১৩ বছর। এই স্কুলের মূলমর্মবাণী হচ্ছে, ‘সদয় হও’। সমৃদ্ধ পাঠ্যক্রম রয়েছে। শিল্পকলা, ব্যালে, নাটক, তথ্যপ্রযুক্তি, ফ্রেঞ্চ, সঙ্গীত ও পিইসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষক স্কুলের প্রথম দিনেই কোনো ছেলে মেয়েকে তালিম দেন। তালিমের অনুষঙ্গ হচ্ছে আনন্দ, শেখা ও অর্জন করা।

স্কুল থেকে যারা বের হন তারা বিভিন্ন সিনিয়র স্কুল ও বৃত্তি পেয়ে কৃতিত্বের সঙ্গে পড়াশুনা করছে। এ স্কুলের মূল মর্মবাণী হচ্ছে, উদারতা, সৌজন্য আস্থা, নম্রতা ও শেখার এক অনন্য পাঠশালা যা মানুষকে কোনো কিছু দিতে শেখায়, নিতে নয়।

টমাস আরো বলেন, আমরা আশা করি এ স্কুল থেকে যখন কেউ অন্য স্কুলে পড়তে যাবেন তখন সে যেন সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে, সমাজে অবদানকারী হিসেবে পরিণত হয়, তার মাঝে যেন ন্যায়বান ও যত্নশীল নাগরিকদের ঝঙ্কার থাকে। স্কুলটিতে খেলাধুলার চমৎকর ব্যবস্থা রয়েছে।   

 

গো নিউজ২৪/জা আ 

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী