ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেরোবির জঙ্গল থেকে আপত্তিকর অবস্থায় আটক ১২


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ১০:৫২ এএম
বেরোবির জঙ্গল থেকে আপত্তিকর অবস্থায় আটক ১২

রংপুর: মসজিদের পেছনের দিকে, শিক্ষক-কর্মকর্তাদের ডরমেটরি, উপাচার্যের বাসভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের নিরিবিলি জঙ্গলগুলোতে প্রায়ই ঘটে অসামাজিক কর্মকাণ্ড। এসব অপ্রীতিকর ঘটনা বন্ধে প্রক্টরিয়াল বডির প্রথম দিনের ঝটিকা অভিযানেই আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে বহিরাগত ১২ জন তরুণ-তরুণীকে।

রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেছনে গাছগাছালিতে ঢেকে যাওয়া জঙ্গল থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আটকের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আতিউর রহমান। তিনি গো নিউজকে জানান, গত কয়েকদিন থেকে বিশ্ববিদ্যালয়ের জঙ্গলগুলোতে অপ্রীতিকর ঘটনার ঘটছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছিলো। এসব বন্ধে অভিযানের প্রথমদিনেই বহিরাগত ১২ জন ছেলেমেয়েকে হাতে-নাতে আটক করা হয়। এছাড়াও নিয়মিত অভিযান চলবে।  যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য জিরো টলারেন্স নীতি চলবে। 

বিশ্ববিদ্যালয়ে আড্ডা দেওয়ার স্থানের বিষয়ে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে মসজিদের পেছনের দিকে, শিক্ষক-কর্মকর্তাদের ডরমেটরি, উপাচার্য বাসভবন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের জঙ্গলগুলোতে শিক্ষার্থী ও বহিরাগতদের অবস্থান করতে নিষেধ করা হয়েছে বলেও জানান প্রক্টর আতিউর রহমান।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, জঙ্গলের কারণেই মাদক ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।  সেইসঙ্গে বেড়েছে পোকা-মাকড়ের উৎপাতও।

জানা গেছে, বঙ্গবন্ধু হলের সম্মুখভাগ, মসজিদ সংলগ্ন বোটানিক্যাল গার্ডেন এলাকা ও নির্মাণাধীন শেখ হাসিনা হলের আশপাশসহ বিভিন্ন স্থানের আগাছার উচ্চতা তিন থেকে সাড়ে তিন ফুট হওয়ায় এসব এলাকায় বেড়ে গেছে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ।  এসব জঙ্গলের ভেতরে বসে পড়লে তাকে আর দেখা যায় না। ফলে বহিরাগতসহ মাদকসেবীরা এখানে নিরাপদে মাদক সেবন করে। এসব ঝোপ-ঝাড়ের আড়ালে ঘটছে অসামাজিক কার্যকলাপের ঘটনা। সম্প্রতি এমন প্রায় ডজনখানেক ঘটনা ধরা পড়ে। 

গোনিউজ২৪/এমবি

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল