ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার সারা দেশে হরতাল


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৭, ০৮:৪৬ পিএম
বৃহস্পতিবার সারা দেশে হরতাল

ঢাকা: আগামী বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের আমির মকবুল আহামাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৮ জন নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এ ছাড়া দলটি কাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও শুক্রবার নেতাদের মুক্তির দাবিতে দোয়া মাহফিল করবে।

দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান দলীয় নেতা কর্মীদের শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে একটি বাসা থেকে গোপন বৈঠকের সময় জামায়াত ইসলামীর আমীর মাওলানা মকবুল আহমদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ আটজনকে আটক করে পুলিশ।

আটকদের মধ্যে জামায়াতের আমির ও সেক্রেটারি ছাড়া অন্যান্যরা হলেন; নায়েবে আমির গোলাম পরওয়ার, ডা. শফিকুরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক, চট্টগ্রাম মহানগর আমির মো. শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও জামায়াত নেতা সাইফুল ইসলাম।

এদিকে আজ মঙ্গলবার আটকদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর কদমতলী থানায় মামলা দু’টি দায়ের করা হয়।

দুই মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার ওসি সাজু মিয়া প্রতিটি মামলায় পাঁচ দিন করে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেন।

অন্যদিকে আসামিদের পক্ষে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চাওয়া হয়।

শুনানি শেষে মহানগর হাকিম গোলাম নবী আসামি পক্ষের আবেদন নাকচ করে জামায়াত নেতাদের পাঁচ দিন হেফাজতের আদেশ দেন।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়