ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
আরজু মুন-এর বর্ষার কবিতা

বারান্দায় কফিমগ


গো নিউজ২৪ | শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০৫:০০ পিএম আপডেট: জুলাই ২৬, ২০১৭, ০৮:৫৫ এএম
বারান্দায় কফিমগ

বৃষ্টিস্নাত সকাল
আলসেমিতে আমার নয়ন
আদুরে তোমার বাহুডোর
বাইরে সবুজের হাতছানিতে আমি
পলে পলে পলায়নরত মন
এক কাপ কফি
তোমার মিষ্টি ছোঁয়া
ভেজাচুলের ধারা বেয়ে যাই নদী
দেখো গাছপাকালি সুবজের বন
আমার রোমাঞ্চিত নয়ন
পরনে সবুজপাড়ের শাড়ি 
কপালে ঢাউস লাল আভা

 

বারান্দায় তোমার হৃদয়ে ঝুমবর্ষণ
আমার রবির সুরে
গুনগুনিয়ে--
“বরিষধারা মাঝে...
তোমার ব্যাকুলতা আমার উপভোগ
হাতে পরিয়ে দিলে সবুজশাড়ির মেয়েকে
মাটির বন্ধন আংটি
বেখেয়ালীপনায় তোমার মনে দুর্ভোগ
চুপচাপ কফিমগ হাতে
বৃষ্টিভেজা মাঠে খালি পায়ে
শীতল পরশে নূপুরের নিক্কন
তুমি হতবাক চলে এলে পাশে

 

আমি উম্মাদ তোমার বৃষ্টির ঢেউয়ে
দোলায় দুলছে মন
একটি বারান্দা, দুটি মন,
একটি কফিমগ, মাটির বাঁধন রিং
আমার শাড়ি, ভেজাচুল
কপালে পরালে লালটিপ।

(কবি: আরজু মুন। ১০ শ্রাবণ ১৪২৪, সেগুনবাগিচা)

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস