ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাদ পড়বে গেইল-ওয়ার্নারদের ব্যাট


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৫, ২০১৭, ১১:৪৫ এএম
বাদ পড়বে গেইল-ওয়ার্নারদের ব্যাট

লন্ডনে শেষ হলো আইসিসির বার্ষিক সভা। যেখানে ক্রিকেট নিয়ে একাধিক প্রস্তাব এসেছে। এর ফলে আরও একবার বেশ কিছু বদল আসছে ক্রিকেটের নিয়মকানুনে। গত মাসে আইসিসি ক্রিকেট কমিটির প্রস্তাবিত এসব পরিবর্তন অনুমোদিত হয়েছে লন্ডনে সদ্য সমাপ্ত আইসিসির সভায় প্রধান নির্বাহীদের কমিটিতে। এ পরিবর্তনগুলো কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে।

ব্যাটের আকার

ইচ্ছে করলেই আর পছন্দের ব্যাট ক্রিকেট মাঠে ব্যবহার করতে পারবেন না। গদার মতো সব ব্যাট, যেটির কানায় লেগেও অনেক সময় ছক্কা হয়ে যায়। এ নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। ব্যাটের আকৃতি তাই সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নতুন নিয়মানুযায়ী ব্যাটের সর্বোচ্চ প্রস্থ হবে ১০৮ মিলিমিটার, পুরুত্ব ৬৭ মিলিমিটার ও কানা ৪০ মিলিমিটার। এখন টি-টোয়েন্টির জন্য ডেভিড ওয়ার্নার যে ব্যাট ব্যবহার করেন সেটার পুরুত্ব প্রায় ৮৫ মিলিমিটার, ক্রিস গেইলের ব্যাটের কানা ৪৫ মিলিমিটার!

ক্রিকেটেও ‘লাল কার্ড’!

এখন থেকে ক্রিকেটেও দেখা যেতে পারে সেটা। মাঠে অসদাচরণের শাস্তি হিসেবে কোনো খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর ক্ষমতা পাচ্ছেন আম্পায়াররা! তবে এই শাস্তিটা ব্যাটিং ও ফিল্ডিং দল ভেদে কীভাবে কার্যকর হবে, তা এখনো পরিষ্কার করেনি আইসিসি।

রানআউটের নিয়ম বদল

এখনকার নিয়মে, রান নেওয়ার সময় কোনো ব্যাটসম্যান ক্রিজের মধ্যে ঢোকার পরও যদি তাঁর ব্যাট ও দুই পা হাওয়ায় থাকে, তা হলে তাঁকে রানআউট ঘোষণা করা হয়। কিন্তু নতুন নিয়মে একবার ব্যাটসম্যান ক্রিজের মধ্যে ঢুকে গেলেই হবে। তারপর ব্যাট বা পা হাওয়ায় উঠে থাকলেও তাঁকে আর রানআউট হতে হবে না।

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ