ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের যৌনকর্মীর ছবি বিশ্বজয় করল


গো নিউজ২৪ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৭, ০৯:০৩ পিএম
বাংলাদেশের যৌনকর্মীর ছবি বিশ্বজয় করল

চলতি বছর সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জয় করা ছবিগুলোর মধ্যে বাংলাদেশের যৌনকর্মীদের দুর্দশাসহ লিবিয়ার যোদ্ধাদের কথাও উঠে এসেছে৷ চলুন এক নজরে দেখে নিই ছবিগুলো৷

ছোটবেলা থেকেই প্রশিক্ষণ 


চীনের দুই জমজ বোন লিউ বিংকুইং এবং লিউ ইউজির অনুশীলনের এই ছবিটি তুলেছেন আলোকচিত্রী ইউয়ান পেং৷ ছোটবেলা থেকেই প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছে এই দুই বোন৷ ছবিটি সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৭-র স্পোর্টস ক্যাটাগরিতে সেরা হয়েছে৷

 

নিশাচর হায়না


ব্রিটেনের আলোকচিত্রী উইল ব্যুরাড-লুকাস নিজস্ব পরিবেশে থাকা বিভিন্ন নিশাচর প্রাণীর ছবি তোলেন৷ হায়নার এই ছবিটি তোলা হয়েছে আফ্রিকায়৷ ‘নেচার’ ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে এটি৷

 

বাংলাদেশের সবচেয়ে পুরাতন পতিতালয়ের ছবি


জার্মান আলোকচিত্রী সন্ড্রা হাইন-এর একটি ফটো সিরিজে উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং অন্যতম বড় পতিতালয়ের এই ছবিটি৷ কান্দাপাড়া পতিতালয়ে সাতশ’রও বেশি যৌনকর্মী বদ্ধ পরিবেশে কাজ করেন৷ অনেক শিশুও সেখানে বড় হয়৷ ‘ডেইলি লাইফ’ ক্যাটাগরিতে সেরা হয়েছে এটি৷

 

কলম্বিয়ার এক অন্ধকার দিক


কলম্বিয়ার আলোকচিত্রী হেনরি আগুডেলো তাঁর দেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের দিকে আলোকপাতের চেষ্টা করেছেন৷ গত পঞ্চাশ বছরে সে দেশের এক লাখ ত্রিশ হাজারেরও বেশি মানুষ ‘গায়েব’ হয়ে গেছে৷ অনেকের মরদেহ পাওয়া গেলেও তা সনাক্ত করা সম্ভব ছিল না৷ কোনো কোনো ক্ষেত্রে শরীরের নানা চিহ্ন (যেমন ছবির এই ট্যাটুটি) পরিচয় সনাক্তে সহায়ক হয়েছে৷ ‘স্টিল লাইফ’ ক্যাটাগরিতে সেরা পুরস্কার জিতেছে ছবিটি৷

 

যুদ্ধের মাঝে বিশ্রাম


আইসিসের বিরুদ্ধে লড়াইয়ের মাঝখানেই বিশ্রাম নিচ্ছেন লিবিয়ার এক সেনা৷ ইটালীয় আলোকচিত্রী আলিসিও রোমেনসি গত নভেম্বরে সির্ত শহরে এই ছবিটি তুলেছিলেন৷ ‘কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড নিউজ’ ক্যাটেগরিতে পুরস্কার জিতেছে এটি৷

 

শীতকালে বদলে যাওয়া পরিবেশ


আলবেনিয়ার কোনো এক জায়গার এই ছবিটি তুলেছেন ফ্রিডরিক বাইক্স৷ বেলজিয়ামের এই আলোকচিত্রী চেয়েছিলেন শীতকালের শুরুতে পরিবেশ কিভাবে বদলে যায় সেটা তুলে ধরতে৷ ল্যান্ডস্কেপ ক্যাটেগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে এটি৷

 

এক অন্দরমহলের ছবি


সৌদি আলোকচিত্রী তাসনিম আলসুলতান তাঁর দেশের ইসলামি সমাজের অন্দরমহলের এই ছবিটি তুলেছেন৷ ছবিতে একজন তালাকপ্রাপ্ত একক মা এবং তাঁর সন্তানকে দেখা যাচ্ছে৷ সৌদি আরবে তালাক বিরল ব্যাপার, তবে কোনো নারী তালাকের শিকার হলে তাঁকে অনেকটা একঘরে করে দেয়া হয়৷ ‘কারেন্ট টপিকস’ ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছে ছবিটি৷

 

শহরের নানা রূপ


চীনের ফটোগ্রাফার ডঙ্গির উদ্দেশ্য হচ্ছে শহরের বিভিন্ন স্থাপনার প্রকৃত দৃশ্য তুলে ধরা৷ এভাবে তিনি বিভিন্ন শহরকে ছবিতে নতুনভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন৷ ‘আর্কিটেকচার’ ক্যাটেগরিতে সেরার পুরস্কার জিতেছে ছবিটি৷

 

‘পার্ফেক্ট নারী’ বলে কি কিছু আছে?


রুশ ফটোগ্রাফার জর্জ মেয়ার ভিন্নধারার পোর্টেট তুলতে বিশেষ পারদর্শী৷ লাইট এবং শ্যাডো নিয়ে খেলতে ভালোবাসেন তিনি৷ ফলে তাঁর ছবির মডেলদের দেখতে অনেক সময় অবাস্তব মনে হতে পারে৷ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৭-র ‘পোর্টেট’ ক্যাটেগরিতে পুরস্কার জয় করেছেন তিনি৷

 

সহায়তা নিয়ে আত্মহত্যা


সুইস ফটোগ্রাফার সাবিনা কাটানিও এক স্পর্শকাতর বিষয় তাঁর ছবিতে তুলে ধরতে চেয়েছেন৷ সেটা হচ্ছে চিকিৎসকের সহায়তা নিয়ে আত্মহত্যা৷ সুইজারল্যান্ডে এমন আত্মহত্যার সুযোগ রয়েছে৷ ছবিতে যে গাড়িটি দেখা যাচ্ছে, তাতে ২০০৭ সালে চিকিৎসকের সহায়তায় আত্মহত্যা করেছিলেন দুই জার্মান৷ সূত্র: ডয়চে ভেলে।

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর
যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

যারা ব্যাংক থেকে লোন নিয়ে বিয়ে করতে চান, তাদের যে বিষয়গুলো জেনে রাখা দরকার

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র, কোনটি কিনতে কী কাগজপত্র লাগে

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

ঢাকা শহরে সব কাজই করেন মেয়র, এমপির কাজটা কী

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

নতুন আয়কর আইনে একগুচ্ছ পরিবর্তন

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

দলিলের নকলসহ মূল দলিল পেতে আর ভোগান্তি থাকবে না

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী

ডিপিএস, সঞ্চয়পত্র, ব্যাংক আমানতকারীদের আয়কর রিটার্ন নিয়ে যা জানা জরুরী