ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের কাছে হেরে অবসর নিলেন যে মহাতারকা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২২, ২০১৭, ১১:২২ এএম
বাংলাদেশের কাছে হেরে অবসর নিলেন যে মহাতারকা

কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষের ম্যাচটিই রনকির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়ে রইল।  ৩৬ বছর বয়সে নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান লুক রনকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।   

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে ২০০৮ ও ২০০৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে চারটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন রনকি।  এরপর ২০১৩ সালে জন্মভূমিতে ফিরে নিউজিল্যান্ডের হয়ে খেলা শুরু করেন তিনি। 

নিউজিল্যান্ডের হয়ে চারটি টেস্ট, ৮৫টি ওয়ানডে এবং ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রনকি।  ২০১৫ সালের বিশ্বকাপের ফাইনালে ওঠা নিউজিল্যান্ডে দলের অপরিহার্য সদস্য ছিলেন তিনি। 

সেই ম্যাচটিতে ১৬ রান করে আউট হয়েছিলেন এই কিউই ব্যাটসম্যান।  অবশ্য গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। 

২০১৪-১৫ মৌসুমে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেছিলন রনকি।  সেই ম্যাচটিতে ৯৯ বলে ১৭০ রানের অনবদ্য ইনিংস উপহার দেন তিনি।  কিছুদিন পর হেডিংলিতে টেস্টের ক্যারিয়ার-সেরা ৮৮ রানের ইনিংস উপহার দেন রনকি।  তার অসাধারণ ইনিংসটির ওপর ভর করেই ইংল্যান্ডের মাটিতে ৫৪তম টেস্টে পঞ্চম জয় পায় কিউইরা। 

যদিও অবসরের কথা আগে জানান দেননি তিনি। তবে এটাকেই ‍উপযুক্ত সময় মনে করছেন তিনি। ‘সত্যি স্বপ্ন পূরণ হয়েছে। আমার মনে হয় এখন সময় এসেছে নিউজিল্যান্ডের ক্রিকেট থেকে অবসর নেয়ার।’

নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন মনে করেন, রোনকি এমন একজন ক্রিকেটার যিনি গুরুত্বপূর্ণ সময়ে দলকে সমর্থন দিয়েছেন।

রনচি বলেন, ‘আমার অবসর সময়টা আমার স্ত্রী শান ও আমাদের সন্তান ব্রোডি ও ইন্ডিকে দিতে চাই। ক্রিকেটের কারণে আমি অনেক সময় বাড়ি থেকে দূরে ছিলাম।  যদিও আমার পরিবার সেটা বোঝতে পেরেছে।  বাকি সময়গুলো পরিবারকে দিবো।’

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ