ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সময়সূচি নির্ধারণ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ০৮:৪৭ এএম
বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সময়সূচি নির্ধারণ

আগামী বছর ২০১৮ সালের মার্চে বাংলাদেশ, ভারতকে নিয়ে টি-টুয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, টুর্নামেন্টটি শুরু হবে ৮ মার্চ। চলবে একই মাসের ২০ তারিখ পর্যন্ত। টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে নিধাস ট্রফি। 

এই সিরিজটি শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হচ্ছে এবং মার্চেই ক্রিকেটের ৭০ বছর উদযাপন করবে দেশটি।  মূলত এই সিরিজটির ঘোষণা গত বছর মার্চে দেয়া হয়েছিল। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে গেলে ‘নিধাস ট্রফি’র কথা জানানো হয়। তখন অবশ্য বলা হয়েছিল, ২০১৮ সালের ১৫ থেকে ৩০ মার্চ এটি অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারি দেশটির স্বাধীনতা দিবস হলেও আগামী বছরের মার্চে আয়োজন করা হচ্ছে এই টি-টুয়েন্টি টুর্নামেন্ট।

 

 

এই সিরিজে কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  মোট সাতটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ  ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কা এবং ভারতের অবদান অনস্বীকার্য। এই আমন্ত্রণ পরিষ্কার করে শ্রীলঙ্কান ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কতটুকু ভালো।’

 

 

ভারতীয় বোর্ডের সিইও রাহুল জোহরি বলেছেন, ‘শ্রীলঙ্কার ৭০ বছর উদযাপনের সঙ্গী হতে পেরে আমরা গর্বিত। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো কাছের বন্ধু বিসিসিআইয়ের নেই।’

টুর্নামেন্টের সব ম্যাচ রাতে অনুষ্ঠিত হবে। ফাইনালের আগে প্রত্যেক দল একে-অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে।

গো নিউজ ২৪/ একে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ