ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে আলো ছড়াবেন যারা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ১১:৫৪ এএম
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে আলো ছড়াবেন যারা

আগামী ১ জুন ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। তার আগে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ। মূল পর্ব শুরু হওয়ার আগে প্রতিটি দল দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত।

আজ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

গত ২৪ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। এই সিরিজে চারটি ম্যাচ খেলে বাংলাদেশ দুইটিতে জয় পেয়েছে, একটিতে হেরেছে ও একটি ম্যাচে পরিত্যক্ত হয়েছে। গত বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচ হলেও হালকা ভাবে নিচ্ছে না কোন দল।  পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে আলো ছড়াতে পারেন এমন কয়েকজন ক্রিকেটার বাংলাদেশে আছে।  পাকিস্তানের বিপক্ষে তামিম ও সাব্বির ব্যাটিংয়ে রান পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ পাকিস্তানের সঙ্গে পূর্বে ম্যাচ দেখলে বুঝা যায় এই দু’জন চমৎকার ব্যাটিং করেছেন। সঙ্গে মুশফিক ও সাকিবও সমান তালে ব্যাট চালাতে থাকেন। আর বোলিংয়ে সেনাপতি মাশরাফি ছাড়াও রয়েছেন তরুণ পেসার মুস্তাফিজ। তার বোলিং তোপে দিশেহারা হতে পারে পাক বাহিনীর ব্যাটিং শিবির। 

পাকিস্তান দলেও রয়েছে উদীমান ক্রিকেটার। তাদের বলা হয় আনপেডিক্টাবল। কখন, কোথায়, কার সাথে ম্যাচ জিতবে বা হারবে তার কোনো খবর আগে থেকে বুঝতে দেয়নি দলটি। অধিনায়ক সরফরাজ আহমেদ ছাড়াও ব্যাটিং লাইনে আছেন আহমেদ শেহজাদ ও বাবর আজমের মতো হিম ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে তারা অতীতে ভালো পারফর্মেন্স করেছে। বোলিং যাদু দেখাতে পারেন মোহাম্মদ আমির, জুনায়েদ খান মোহাম্মদ হাফিজরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিবে মোট আটটি দল। প্রথমে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। দুইটি গ্রুপের প্রত্যেকটিতে চারটি করে দল খেলবে। গ্রুপ ‘এ’-তে খেলবে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’-তে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ