ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাঁস হয়েছে মেসির নাম, সবাই বলছেন রোনালদোই সেরা! কেন?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ১১:১২ পিএম
ফাঁস হয়েছে মেসির নাম, সবাই বলছেন রোনালদোই সেরা! কেন?

বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে ঐতিহ্যবাহী ব্যালন ডি'অর জয়ের ব্যাপারে বরাবরের মতই এবারও দারুণ আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী ৭ ডিসেম্বর তুলে দেওয়া হবে ২০১৬/১৭ মৌসুমের সেরা ফুটবলারের এই পুরস্কার।

এর মধ্যেই একটি ফরাসি পত্রিকায় ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, এবারের ব্যলন ডি'অর নাকি মেসি পেতে যাচ্ছেন।
তবে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, বছরের সেরা এই পুরস্কারের জন্য রোনালদোই অন্যতম ফেবারিট। বিশেষ করে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা অর্জনে রোনালদোর ভূমিকা ছিল সর্বাগ্রে।

ফ্রেঞ্চ দৈনিক এল'ইকুয়েপ এ দেওয়া এক সাক্ষাতকারে এই পর্তুগিজ তারকা বলেছেন, 'গত মৌসুমটা ছিল ব্যতিক্রম। আমরা লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছি। যেখানে আবারো আমি সর্বোচ্চ গোলদাতা ছিলাম। আমি যদি ব্যালন ডি'অর জিতি তবে সেটা হবে অসাধারণ'

এবার যদি রোনালদো এই পুরস্কার জিততে পারেন তবে সেটা বার্সেলোনা সুপারস্টার মেসির সাথে সমান পাঁচবার হবে। ৩০ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে এই পুরস্কার জয় করেছিলেন। অন্যদিকে ৩২ বছর বয়সী রোনালদো জিতেছেন ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে।

গত মৌসুমে অসাধারণ সমাপ্তির পরে চলতি মৌসুমে রোনালদো ও রিয়াল মাদ্রিদের শুরুটা কিছুটা ধীর গতির হয়েছে। 'সি আর সেভেন' লা লিগায় এ পর্যন্ত মাত্র ১টি গোল করেছেন। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাদ্রিদ ৮ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

রোনালদো বলেন, 'কোনকিছুই আজীবনের জন্য নির্ভুল নয়, কোন খেলোাড়ই পুরো মৌসুম শতভাগ দিতে পারে না। একটা সময় আসে যখন অন্যদের থেকে নিজেকে ভালো মনে হয়। তারপরেও কোনো মৌসুমই কারো একরকম যায় না। আমরা এখন ভিন্ন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমরা সকলেই উপলব্ধি করতে পারছি। আমাদের এটা মেনে নিতে হবে। তার অর্থ এই নয় যে সবসময়ই পরিস্থিতি এমনই থাকবে। অবশ্যই এটা পরিবর্তিত হবে। '

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ