ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফতেপুরে ‘অপারেশন হিটব্যাক’


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ০৮:৪৮ এএম
ফতেপুরে ‘অপারেশন হিটব্যাক’

মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুরে (এলাকাটি নাসিরপুর নামেও পরিচিত) ‘জঙ্গি আস্তানা’য় অভিযান শুরু করেছে পুলিশের বিশেষ বাহিনী কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা।

বুধবার রাত ৮টায় মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ শাখা এসবির অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক এনটিভি অনলাইনকে বলেন, “সন্ধ্যার পর থেকে এই অভিযান শুরু হয়েছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিটব্যাক’।”

এ দিকে জানা গেছে, ফতেপুরের ওই বাড়ির সামনে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যানবাহন রাখা হয়েছে। আর বড়হাট এলাকায় বাড়িটি ঘিরে রাখা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার কিছুটা আগে সোয়াট সদস্যরা ফতেপুরে আসেন। সন্ধ্যার পর থেকে সেখানে গুলি ও বোমার শব্দ শোনা যায়। তবে রাত সোয়া ৮টার পর সেখান থেকে আর কোনো শব্দ শুনতে পাননি তাঁরা। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড ও কুসুমবাগ এলাকা থেকে উপজেলা পরিষদের সম্মুখ পর্যন্ত ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের উভয় পাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া ফতেপুরের জঙ্গি আস্থানার বাড়ির দুই কিলোমিটার জুড়েও ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় এবং সদর উপজেলার ফতেপুর এলাকায় দুটি বাড়ি ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বাড়ি দুটির মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান। এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা