ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
মামুন উদ্দীন এর কবিতা

প্রার্থনা


গো নিউজ২৪ | শিল্প-সাহিত্য ও সংষ্কৃতি প্রকাশিত: জুলাই ২৬, ২০১৭, ০৩:০৭ পিএম আপডেট: জুলাই ২৬, ২০১৭, ০৯:০৯ এএম
প্রার্থনা

হতাশ আমি একটুও নই
একটুও নই ক্ষুণ্ন
হতাশ আমি হবো কেন?
ভবে মোর যা রয়েছে, তাতেই আমি ধন্য।

কী পেলাম আর কী পেলাম না
নয়তো আমার মন্ত্রণা।
এসব হিসাব করব কেন?
সুখ তাতে নেই একটুও, বাড়বে বৈ যন্ত্রণা।

সফল মানে স্বার্থক নয়
নয়তো জীবন পূর্ণ।
বৈষয়িক লাভ চাইব কেন?
লাভ যেথা শুন্য, জীবন যেথা শ্রীহীন, অপূর্ণ।

পৃথিবীতে আছে একদল প্রাণী
ছুটছে শুধু লাভের জন্যই জানি।
ভেড়ার পাল হবো কেন?
বিদায়ে মোর কাপড় যদি খালি থাকে, পকেট থাকে শুন্য।

খালি পিঠ গাঁধার জন্য বাঁধা
এজন্যই নামটা তার গাঁধা।
আমরাও কী হচ্ছি নাতো গাঁধা?
হিসাব হবে পরকালে, সম্পদ যদি হয় পিঠে সব বাঁধা।

সাার্থক হই, সার্থক হবো
এই হোক মোর কামনা।
দোজাহানে চাই তোমাকে,
কবুল কর, সার্থক কর, এটাই মোর প্রার্থনা।

                                                                      (কবি: মামুন উদ্দিন। প্রভাষক: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি)
 

সাহিত্য ও সংষ্কৃতি বিভাগের আরো খবর
‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

‘ছি ছি ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত মুশতাক-তিশা!

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

৭৬ বছরে এসে কবি হেলাল হাফিজ বললেন, ‘একা থাকার সিদ্ধান্ত ছিলো ভুল’

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বইমেলায় এসেছে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবিরের বিচিত্র কয়েদখানা

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার এর দুটি বই এবারের বই মেলায়

এবার একুশে পদক পাচ্ছেন যারা

এবার একুশে পদক পাচ্ছেন যারা

যাত্রাপালার ইতিহাস

যাত্রাপালার ইতিহাস