ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাচীন ভারতে যৌনতা নিয়ে অদ্ভুত যত রীতি


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০১৭, ১১:৩৪ এএম
প্রাচীন ভারতে যৌনতা নিয়ে অদ্ভুত যত রীতি

রহস্যের শেষ নেই প্রাচীন ভারতের যৌনতা নিয়ে। বলা হয়ে থাকে, যৌনতা নিয়ে ভারতের সব হয়। হয় না শুধু আলোচনা। রক্ষণশীল এই দেশটিতে মানুষের দৈহিক সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা অনেকটিা নিষিদ্ধ। সামাজিক পর্যায়ে কেবল স্বামী-স্ত্রীর যৌনতাই বৈধ ভারতের সমাজে। একে বলা হয় ‘পবিত্র বন্ধন’। বিয়ের আগে কুমারীত্ব হারানোকেও দেখা হয় খারাপ চোখে।

বিবাহবহির্ভূত সম্পর্ক, সমকামিতা- এগুলো ঘৃণার বিষয় ভারতে। বিভিন্ন ধর্মগ্রন্থ আর পুরাণের উদ্ধৃতি দিয়ে যৌনতা রোধ করতে চায় তারা। এরপরও বিশ্বের সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে এই দেশটিতে। যৌনতা নিয়ে সবচেয়ে বেশি কেলেঙ্কারি হয় এই ভারতেই। এর কারণ হিসেবে অনেকেই বলেন, খোলামেলা যৌনতা নিয়েও দেশটির অনেক ধর্মগ্রন্থে আছে আলোচনা।

উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের কামমন্দিরের কথা। এছাড়া বিভিন্ন পুরাণ, বেদ আর মহাকাব্যের পাতায় পাতায় ছেয়ে আছে উদার যৌনতার কাহিনী। সেসব জানলে আসলে যৌনতার ব্যাপারে ভারতীয় সমাজকে রক্ষণশীল বলা সম্ভব নয়।

তেমনই কিছু আশ্চর্য বর্ণনা তুলে ধরা হল এখানে:

১. মহাভারতের একটি অধ্যায়ে অবিবাহিত ঋষি পরাশর ও জেলেকন্যা সত্যবতীর যৌনতার কথা আলোচনা করা হয়েছে খোলামেলাভাবেই।

২. ভারতীয় ধর্মগ্রন্থ ঋকবেদে উল্লেত আছে, ঋষি দীর্ঘতমস নাকি পুরো বাজারভর্তি লোকের মাঝে এক নারীর সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন।

৩. বিভিন্ন পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে মহারাজা রঞ্জিত সিংয়ের অবাধ যৌনতার কথা। জনসমক্ষেই নাকি যৌনকর্মে লিপ্ত হতে বেশি পছন্দ করতেন তিনি। সবাই এই রাজার সেই যৌনকর্ম রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করতেন। আর রাজাও নাকি তাতে বেশি তৃপ্ত হতেন।

৪. এমনকি প্রাচীন ভারতে খেলাধূলাও ছিল যৌনতায় পূর্ণ। এমন একটি খেলার নাম ‘ঘাটকাঞ্চুকি’। এই খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক নারী ও পুরুষকে একে অপরের সঙ্গে যৌনমিলন করতে হতো। এটাই খেলার নিয়ম। যতক্ষণ না প্রত্যেকের যৌনক্রিয়া সম্পন্ন হতো, খেলা থামতো না।

৫. এরচেয়েও অদ্ভুত, যাকে অনেকেই আখ্যা দেন ‘জঘন্য’ হিসেবে- এমন যৌনতার কথাও আছে ভারতের প্রাচীন পুঁথিতে। বাবা-মেয়ের যৌনতার কথা বণিত আছে সেখানে। ঋষি বশিষ্ঠ নাকি তার কন্যা শতরূপার সঙ্গে যৌনকর্ম করেছিলেন। তা অবশ্য ইচ্ছাকৃতভাবে নয়। বাবাকে স্বামী বলে ভুল করে নাকি এই কাণ্ড ঘটিয়েছিলেন শতরূপা!

৬. ভারতীয় ধর্মগ্রন্থ মনুতে আছে নারদের জন্মের এক অদ্ভুত কাহিনী। নারদের দিদিমাই নাকি তার স্বামীর সঙ্গে কন্যার সহবাস ঘটিয়েছিলেন। ফলে নারদের জন্ম হয়।

৭. মহাভারতে বর্ণিত আছে, কোনও অবিবাহিত নারী যদি যৌনমিলনের কামনা করেন, তবে তার কামনা পূরণ করতেই হবে কোনও পুরুষকে। তা যদি না হয়, তবে ধর্মচ্যুত হতেন সেই পুরুষ।

৮. মহাভারতেই আছে পরকীয়ার বর্ণনা। মণিপুরের বিধবা নাগকন্যা উলুপি অর্জুনকে বলেন, কোনও পরস্ত্রীর সঙ্গে রাত কাটানো অধর্ম নয়।

৯. ঋগ্বেদে আছে ভাইবোনের যৌনতার কথাও। একটি অধ্যায়ে যমের সঙ্গে যৌনতায় মগ্ন হতে চাইছেন তার বোন যমী। যম অস্বীকার করায়, যমী বলেন, ‘এমন ভাই ভাই-ই নয়, যে বোনের সামান্য ইচ্ছে পূরণ করতে পারে না।’

১০. এছাড়া প্রাচীন ভারতের যৌনতার উদ্দেশ্যে শিশু ও নারীদের বেচাকেনার কথাও উল্লেখ আছে। মহাভারতে দেখানো হয়েছে অঙ্গরাজ্যে কর্ণের শাসনকালে শিশু ও নারীদের কীভাবে যৌনদাসী হিসেবে বিক্রি করা হতো।

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র