ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীর সাথে এ কী করলেন বখাটে শিক্ষক!


গো নিউজ২৪ | মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ১৮, ২০১৭, ০৪:০৫ এএম
প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীর সাথে এ কী করলেন বখাটে শিক্ষক!

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিপাকে পড়েছে নির্যাতিত ছাত্রী ও তার পরিবার।

যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে ছাত্রীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুলে যাতায়াতের পথে এসিড নিক্ষেপ করে ছাত্রীর চেহারা ঝলসে দেয়ারও হুমকির অভিযোগ করেন ছাত্রীর পরিবার।

যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষক বিশ্বজিৎ গোস্বামীর (রতন) ভাড়া করা বখাটেরা ওই ছাত্রী ও তার পরিবারকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

অভিযুক্ত হুমকিদাতারা হলেন- ধামরাইয়ের রাজাপুর গ্রামের মো. তোতা মিয়ার ছেলে মো. শাহিন, মো. আওলাদ হোসেনের ছেলে হুমায়ুন এবং একই গ্রামের আরিফ মোল্লার ভাগিনা মো. রুবেল।

এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই পরিবারের নিরাপত্তা চেয়ে সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (৬৪৮নং) করেন।

গত ১১ মে উপজেলার বালিয়াটি গ্রামে বিশ্বজিৎ গোস্বামী (রতন) নামের স্কুল শিক্ষক নিজের বাসায় প্রাইভেট পড়ানোর সময় ৮ম শ্রেণীর ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন।

ঘটনার পর ওই ছাত্রী বাড়ি ফিরে তার পরিবারের লোকজনকে জানালে তারা প্রথমে স্কুল কর্তৃপক্ষ এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন।

পরে ১৬ মে ওই ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষক বিশ্বজিৎ গোস্বামীর বিরুদ্ধে সাটুরিয়া থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ। এদিকে মামলার এক মাসেও  অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশের এ রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকায় নানা সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীকে যৌন হয়রানির এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের।

ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটি অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। এছাড়া এ ঘটনায়  উপজেলা প্রশাসন তিন দিনের মধ্যে প্রতিবেদন চেয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়েছে উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকে শিক্ষক বিশ্বজিৎ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
 
নির্যাতিত ওই ছাত্রী অভিযোগ করে বলেন, অভিযুক্ত শিক্ষকের সঙ্গে আপস না করলে আমার ও আমার পরিবারের বড় ক্ষতি হবে বলেও হুমকি দেয়া হচ্ছে।


গো নিউজ২৪/এএইচ

অপরাধ চিত্র বিভাগের আরো খবর
মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যা করলো ভাগনে

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

বিএনপির সমাবেশে সংবাদকর্মীরা হামলার শিকার

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

এমটিএফই প্রতারক মাসুদকে দেশে ফেরানোর চেষ্টা চলছে, নেওয়া হবে ইন্টারপোলের সহায়তা

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত’

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

কিশোরী নির্যাতন করে যুব মহিলা লীগ নেত্রী মিশু তিন দিনের রিমান্ডে

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই যুদ্ধাপরাধী গ্রেপ্তার