ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণের নামে খেলোয়াড়কে ধর্ষণ, গ্রেপ্তার কোচ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ০৮:৫৮ এএম
প্রশিক্ষণের নামে খেলোয়াড়কে ধর্ষণ, গ্রেপ্তার কোচ

কোনও খেলোয়াড়ের সাফল্যের নেপথ্য বড়সড় অবদান থাকে তাঁর কোচের। গুরুর প্রতি সর্বদাই নিজের কৃতজ্ঞতা স্বীকারও করে নেন শিষ্যরা। কিন্তু সেই কোচই যখন খলনায়ক হয়ে ওঠেন, তখন তা পরিণত হয় জাতীয় লজ্জায়। এবার তেমনই ঘটনা ঘটল ভারতের রাজধানী দিল্লিতে। জাতীয় স্তরের কবাডি খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ উঠল এক কোচের বিরুদ্ধে।

জাতীয় স্তরের এক জুনিয়র খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগে কোচ নরেশ দায়িরাকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ঘটনা গত ৯ জুলাইয়ের। দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে অনুশীলন করছিল নাবালিকা কবাডি খেলোয়াড়। 

পুলিশকে সে জানায়, অনুশীলনের সময় আচমকাই কোচ নরেশ দাহিয়া তার দিকে এগিয়ে আসেন। তাকে নিজের গাড়িতে বসতে জোর করেন। বলেন, গাড়িতে যেতে যেতে তাকে ডায়েটিংয়ের কিছু টিপস দেবেন। গুরুর কথা ফেলতে পারেনি শিষ্যা। গাড়িতে উঠে বসে। 

কিন্তু কোচের মনে তখন কী চলছিল, তা ঘুণাক্ষরেও টের পায়নি সে। গাড়ি কিছুদূর চলার পরই নাবালিকার কাঁধে সজোরে ঘুষি মারেন নরেশ। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে তরুণী। জ্ঞান ফিরতে তরুণী দেখে একটি ফ্ল্যাটের ঘরে শুয়ে আছে সে। আর তারপর সেখানেই তাকে একাধিকবার ধর্ষণ করে কোচ। পুলিশের কাছে দেওয়া বয়ানে এমনটাই জানিয়েছে জুনিয়র খেলোয়াড়। 

পরের দিন তরুণীকে রাস্তায় ফেলে চলে যান কোচ। এমনকী ধর্ষণের ঘটনা কাউকে জানালে তাকে খুনের হুমকিও দেন অভিযুক্ত কোচ।

মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণ প্রমাণিত হয়েছে। আপাতত চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও ট্রমার মধ্যে রয়েছে সে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্ষণের ঘটনায় ফের মাথা নত হল ভারতীয় ক্রীড়াক্ষেত্রের।

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ